শরীফুল ইসলাম ॥্
আগামী ২৫ নভেম্বর ফরিদগঞ্জ উপজেলা মুক্তদিবসে ২১ দিনব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা স্থানীয় ওয়াপদা মাঠে বিকাল ৩টায় শুভ উদ্বোধন হতে যাচ্ছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকক মোজাম্মেল হক এমপি। মেলার উদ্বোধন করবেন মুক্তিযুদ্ধে ৮নং সেক্টরের সেক্টর কমান্ডার ও জেলা পরিষদ প্রশাসক লে. কর্ণেল (অব:) আবু ওসমান চৌধুরী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া এমপি। যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোয়ারীর সভাপতিত্বে ও ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আলমগীর হোসেন স্বপনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন, পুলিশ সুপার মো. আমির জাফর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এমএ ওয়াদুদ, ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার, ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবদিন, উপজেলা পৌরমেয়র মঞ্জিল হোসেন, ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজমুল হক, ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রফিকুল আমিন (কাজল), উপজেলা ভাইচ চেয়ারম্যান ওয়াহিদুর রহমান রানা, মহিলা ভাইচ চেয়ারম্যান রিনা নাসরিন, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মতিন (বীর বিক্রম), ফরিদগঞ্জ উপজেলা প্রেসকাবের সভাপতি মো. মামুনুর রশিদ পাঠান। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের উপস্থিত থাকার জন্যে বিশেষ ভাবে অনুরোধ জানান ফরিদগঞ্জ মক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সহিদ উল্লা তপদার।
শিরোনাম:
মঙ্গলবার , ১০ ডিসেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৬ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।