প্রতিনিধি
চাঁদপুর পৌরসভার নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ প্রকল্প-২ (টএওওচ-২)-এর নগর সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে পৌর পাঠাগারে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন পৌর মেয়র নাছির উদ্দিন আহাম্মেদ। তিনি তাঁর বক্তব্যে বলেন, চাঁদপুর পৌরসভার দায়িত্ব নেয়ার পর আমরা অনেক উন্নয়নমূলক কাজ করেছি। শহর পরিষ্কার পরিচ্ছন্নতাসহ উন্নয়নমূলক অনেক কাজ সম্পন্ন হয়েছে। বস্তি উন্নয়নের আওতায় ৯টি বস্তি উন্নয়ন করা হয়েছে। সকল পৌর নাগরিক যাতে পানি পেতে পারে সে জন্য পৌর কর্তৃপক্ষ সকল ধরনের ব্যবস্থা নিয়েছে। শহরের পুরাণবাজার এলাকার অনেক কাজ হয়েছে। আমরা এ সকল কাজ সকলে মিলে পরিদর্শন করবো। তিনি আরো বলেন, শহরে আরো অনেক ড্রেনের কাজ করা হবে। পৌর নাগরিকদের ক্ষতি হয়েছে এমন কোনো কাজ বর্তমান পৌর পরিষদ করেনি। এ পৌরসভায় আমাদের পূর্ব পুরুষদের বসবাস। এখানে আমাদের জন্মস্থান ও আমাদের বেড়ে উঠা। আমরা সকলে মিলে সুন্দর একটি পৌরসভা গড়বো এটাই আমাদের লক্ষ্য। তিনি আরো বলেন, শহরের বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত চাঁদপুর পৌর কবরস্থানের সম্প্রসারণ ও সংস্কার কাজ আগামী ২ মাসের মধ্যে সম্পন্ন করা হবে। এ শহরে কোনো দোকানদার যাতে ফরমালিন দেয়া খাদ্যদ্রব্য বিক্রি করতে না পারে সে জন্য আগামী ৩ মাসের মধ্যে পৌরসভার পক্ষ থেকে সকল ব্যবস্থা নেয়া হবে।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরাম চৌধুরী ও কাজী শাহাদাত, বর্তমান সভাপতি গোলাম কিবরিয়া জীবন, চাঁদপুর চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি সুভাষ চন্দ্র রায়, সহ-সভাপতি আবুল কালাম পাটওয়ারী, জেলা ক্যাব সভাপতি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব জীবন কানাই চক্রবর্তী, পৌর কর্মচারী সংসদের সভাপতি আঃ রশিদ সর্দার, টিএলসিসির সদস্য আক্তার হোসেন বাচ্চু পাটওয়ারী, জেলা শ্রমিক লীগের সভাপতি নুরুল ইসলাম মিয়াজী, পৌর মহিলা কাউন্সিলর আয়শা রহমান, নির্বাহী প্রকৌশলী এএইচএম শামছুদ্দোহা, সচিব আবুল কালাম ভূঞা, বস্তি প্রতিনিধি মেহেরুন্নেসা ও শাজাহান মাতাব্বর।
চাঁদপুর পৌর কর্মচারী সংসদের সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন হাওলাদারের পরিচালনায় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর ও টিএলসিসির সদস্যসহ প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীগণ।