চাঁদপুর প্রতিনিধিঃচাঁদপুর থেকে এ বছর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় ৪১ হাজার ৩শ’ ৯৮ জন পরীক্ষার্থী অংশ নিবে। যা গত বছরের চেয়ে প্রায় ৩ হাজার বেশি।
জেলার ৬৮টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার জেএসসি পরীক্ষার্থী হচ্ছে ৩১ হাজার ৯ জন। যা গত বছর ছিলো ২৯ হাজার ৫শ’ ৪৭ জন।
আর জেডিসি পরীক্ষার্থী হচ্ছে ১০ হাজার ৩শ’ ৮৯ জন। গত বছর ছিলো ৯ হাজার ২শ’ ৩২ জন।
জেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, চাঁদপুর সদরে জেএসসি ৫ হাজার ৩শ’ ১৭ জন, জেডিসি ১ হাজার ৫শ’ ৭৯ জন, ফরিদগঞ্জে- জেএসসি ৪ হাজার ৯শ’ ৪৪ জন, জেডিসি ২ হাজার ৫শ’ ২৪ জন, হাজীগঞ্জ- জেএসসি ৪ হাজার ২শ’ ৬৫ জন, জেডিসি ১ হাজার ৫শ’ ৯৫ জন, শাহরাস্তিতে জেএসসি ৩ হাজার ৭শ’ ২৩ জন, জেডিসি ৯শ’ ২৪ জন, কচুয়ায়- জেএসসি ৪ হাজার ৬শ’ ৩৬ জন, জেডিসি ১ হাজার ৭শ’ ৬২ জন, মতলব দক্ষিণে- জেএসসি ২ হাজার ২শ’ ১৯ জন, জেডিসি ১ হাজার ১১ জন, মতলব উত্তরে- জেএসসি ৪ হাজার ৮শ’ ১৪ জন, জেডিসি ৫শ’ ৬৯ জন এবং হাইমচরে- জেএসসি ১ হাজার ৯১ জন ও জেডিসি ৪শ’ ২৫ জন।
উল্লেখ্য, আগামী ৪ নভেম্বর সারা দেশে একযোগে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা শুরু হবে।