ফরিদগঞ্জ প্রতিনিধি : চাঁদপুরের ফরিদগঞ্জে আগুনে পুড়ে গুরুতর আহত গৃহবধূ নুরজাহান বেগম দীর্ঘ একমাস জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ভুগে শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান তিনি। নুরজাহান বেগমের মৃত্যুর পর স্বজনরা তার মরদেহ নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশে রওয়ানা দেন।
খোঁজ নিয়ে জানা গেছে, ফরিদগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ গ্রামের রিকশাচালক আবুল খায়েরের স্ত্রী নুরজাহান বেগম (৫০)। গত ১৬ জানুয়ারি বাড়িতে রান্না করার সময় চুলার আগুনে পুড়ে যান। এসময় স্বজনরা আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে পরে অবস্থার অবনতি ঘটলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে যান। সেখানে দীর্ঘ একমাস জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন।
তার ভাই মোহাম্মদ আলী জানান, তার বোন একটু সহজ-সরল প্রকৃতির। তাই রান্নার সময় বেখেয়ালের বশে আগুনে পুড়ে যান। মৃত্যুকালে নুরজাহান বেগম চার সন্তান রেখে গেছেন।
ফরিদগঞ্জ থানার ওসি মো আবদুর রকিব জানান, অসাবধানতাবসত দুর্ঘটনায় মৃত্যু হওয়ায় বিনা ময়নাতদন্তে নুরজাহান বেগমের মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এই বিষয় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্মরত পুলিশ কর্মকর্তাকে অবগত করা হয়েছে।