যারা সরকার পতনের আন্দোলনের নামে আগুন দিয়ে মানুষ হত্যা করেছে, তারাই এখন গুপ্তহত্যার মদদ দিচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ফাস্ট ট্রাক প্রজেক্ট মনিটরিং কমিটির চতুর্থ সভায় শেখ হাসিনা এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, যারা দেশের উন্নয়ন চায় না, তারা সুপরিকল্পিতভাবে গুপ্তহত্যা করে দেশকে অস্থিতিশীল করতে চায়। তাদের ব্যাপারে দেশবাসীকে সজাগ থাকতে হবে।
শেখ হাসিনা বলেন, ‘অজুহাত তুলে এ ধরনের হত্যাকাণ্ড যারা ঘটাচ্ছে, এদের পেছনে কারা আছে? খুব স্বাভাবিকভাবে যারা একসময় চেষ্টা করেছে প্রকাশ্যে আন্দোলনের নামে ডাক দিয়ে, আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মেরেছে। বাসে আগুন, গাড়িতে আগুন, রেলে আগুন, লঞ্চে আগুন, প্রাইভেটকারে আগুন, সিএনজিতে আগুন। বিভিন্নভাবে আগুন দিয়ে পুড়িয়ে যখন তারা দেখল যে না সরকার উৎখাত করা যায় না। তাদেরই মদদ আছে এই গুপ্তহত্যায়।’
তিনি বলেন, সাম্প্রতিক হত্যাকাণ্ডগুলো সুপরিকল্পিতভাবে করা হচ্ছে। প্রত্যেক সেক্টর থেকে মানুষ হত্যা করা হচ্ছে। এগুলো সুপরিকল্পিত।