বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ প্রজন্ম দল কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ আজ দুপুরে বাংলাদেশ সুপ্রিম কোট প্রাঙ্গনে, বিএনপির যুগ্ম মহাসচিব ও বার কাউন্সিলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সাথে দেখা করে ফুলদিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। তিনি জাতীয়তাবাদী তরুণ প্রজন্ম দলকে অভিনন্দন জানিয়ে বলেন আজকের তরুণই হবে আগামীর রাষ্ট্র নায়ক, তোমার দিকে তাকিয়ে আছে এই দেশ, এই দেশকে রক্ষা করতে হলে তরুণরাই বড় ভূমিকা রাখতে হবে, তিনি তরুণ প্রজন্মের উদ্দেশ্যে আরো বলেন তোমরা রাজপথে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ কর, এই দেশটাকে অবৈধ সরকারের হাত থেকে রক্ষা করতে হবে। এ সময় বুয়েট শাখার সাবেক ছাত্রদলের সহ-সভাপতি ও জাতীয়তাবাদী তরুণ প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটির সভাপতি- প্রকৌশলী মুখলেস তালুকদার, সাংগঠনিক সম্পাদক- তারেকুর রহমান তারেক, সহ-সভাপতি- এবিএম সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক- সোয়েব আলম, নাজির হোসেন, দপ্তর সম্পাদক- এম.জে সৌরভ হোসেন, সহ-প্রচার সম্পাদক- মাঈনুদ্দিন ভূইয়া রনি, ব্যারিষ্টার মোঃ আতিকুর রহমান, এ্যাডভোকেট অনোয়ারা শিখা সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শিরোনাম:
সোমবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৮ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।