চাঁদপুরে আজকের সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে গতকাল শাহরাস্তি উপজেলার ১৮ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুরে অবরোধের ৪র্থ দিনে পুলিশের গুলিতে ৩ ছাত্রদল নেতাকর্মী নিহতের ঘটনায় হরতাল আহবান করেছে। হরতালের সমর্থনে গতকাল বিকেল ৪ টায় মিছিলটি বের হয়ে দোয়াভাঙ্গা, ঠাকুর বাজার প্রদক্ষিণ শেষে মেহের কালীবাড়ীতে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এ সময় সমাবেশে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আখতার হোসেন পাটওয়ারী বলেন, মানুষ খুন ও গুলি করে শেখ হাছিনা আর ক্ষমতায় থাকতে পারবে না। তত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলতে থাকবে। কোন ভয়ভীতি কাজে আসবে না। তিনি আরো বলেন অবিলম্বে পৌর বিএনপির সভাপতি আবুল খায়ের সি.এ ও থানা যুবদলের যুগ্ন আহবায়ক আলী আজগর মিয়াজীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের আহবান জানান।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান শাহ মোহাম্মদ আলী, পৌর বিএনপির সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান, উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা মোস্তাফিজুর রহমান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, পৌর যুবদলের সভাপতি এহতেশামুল গনি, সাধারণ সম্পাদক জাকির হোসেন নয়ন, উপজেলা ছাত্রদলের আহবায়ক আঃ কাইয়ুম রিপন, পৌর ছাত্রদলের আহবায়ক আলাউদ্দিন সৈকত, সদস্য সচিব তুহিন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আজাদ মোল্লা, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বদিউল আলম প্রমুখ।