স্টাফ রিপোর্টার:
আজ বৃহস্পতিবার সারাদেশে একযোগে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা শুরু হচ্ছে। সকাল ১০টা থেকে শুরু হয়ে এ পরীক্ষা চলবে বেলা ১টা পর্যন্ত। এবার চাঁদপুর জেলা থেকে ৩৫ হাজারের বেশি শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেবে। মোট কেন্দ্র ৬৭টি।
জেলা প্রশাসকের শিক্ষা শাখা সূত্রে জানা যায়, এবার এ জেলায় মোট পরীক্ষার্থী ৩৫ হাজার ৬শ’ ২৭ জন। যার মধ্যে এসএসসি পরীক্ষার্থী ২৮ হাজার ৪শ’ ৮ জন, দাখিল পরীক্ষার্থী ৬ হাজার ৫২ জন এবং ভোকেশনাল পরীক্ষার্থী ১ হাজার ১শ’ ৬৭ জন। জেলার বিভিন্ন স্কুলের ৬৭টি কেন্দ্রে এ পরীক্ষায় অংশ নিচ্ছে শিক্ষার্থীরা।
উপজেলাওয়ারী পরিসংখ্যানে এবার চাঁদপুর সদর থেকে ৬টি কেন্দ্রে ৫ হাজার ২শ’ ৮৮ জন, ফরিদগঞ্জ থেকে ৫টি কেন্দ্রে ৫ হাজার ৭শ’ ৯ জন, হাইমচর ১টি কেন্দ্রে ৭শ’ ৪৮ জন, হাজীগঞ্জ উপজেলা ৬টি কেন্দ্রে ৪ হাজার ১শ’ ১৯ জন, কচুয়া উপজেলায় ৬টি কেন্দ্রে ৪ হাজার ৪শ’ ১৫ জন, মতলব দক্ষিণ উপজেলায় ৩টি কেন্দ্রে ১ হাজার ৯শ’ ৪৬ জন, মতলব উত্তরে ৭টি কেন্দ্রে ৪ হাজার ৮শ’ ৯১ জন ও শাহরাস্তি উপজেলায় ৫টি কেন্দ্রে ৩ হাজার ২শ’ ৯২ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে।
অন্যদিকে দাখিল পরীক্ষায় চাঁদপুর সদর থেকে তিনটি কেন্দ্রে ৯শ’ ৯ জন, মতলব দক্ষিণের ২টি কেন্দ্রে ৬শ’ ১ জন, মতলব উত্তরে ১টি কেন্দ্রে ৩শ’ ৪৭ জন, হাজীগঞ্জে ৩টি কেন্দ্রে ৯শ’ ৪৮ জন, ফরিদগঞ্জের তিনটি কেন্দ্রে ১২শ’ ৫০ জন, কচুয়া উপজেলায় তিনটি কেন্দ্রে ১১শ’ ৪৯ জন, শাহরাস্তি উপজেলার দুটি কেন্দ্রে ৫শ’ ৮৫ জন ও হাইমচরের ১টি কেন্দ্রে ২শ’ ৬৩ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।
এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্যে যথাযথ উদ্যোগ নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।