চাঁদপুর নিউজ রিপোর্ট
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আহ্বানে আজ রোববার ও আগামীকাল সোমবার সারাদেশে ৪৮ ঘণ্টার হরতাল। জামায়াতের আমীর মাওঃ মতিউর রহমান নিজামীকে ফাঁসির দণ্ডে দণ্ডিত করায় জামায়াত সারাদেশে এ হরতাল কর্মসূচি ঘোষণা করে। এর আগে একই ইস্যুতে গত বৃহস্পতিবার ২৪ ঘণ্টার হরতাল পালন করে দলটি। এই ৪৮ ঘণ্টার হরতাল আজ ভোর ৬টা থেকে শুরু হয়ে মঙ্গলবার ভোর ৬টায় শেষ হবে।
উল্লেখ্য, মতিউর রহমান নিজামীকে যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর আদালত গত ২৯ অক্টোবর মৃত্যুদণ্ডে দণ্ডিত করে। এর প্রতিবাদে জামায়াত ঐ হরতাল আহ্বান করে। এদিকে এ হরতালের কারণে আজ থেকে জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু হওয়ার যে পূর্ব নির্ধারিত রুটিন ছিলো তা পরিবর্তন করে আজ ও কালকের পরীক্ষা ৭ নভেম্বর শুক্রবার ও ১৪ নভেম্বর শুক্রবার নেয়া হবে।