মিজান লিটন
আজ ২৯ নভেম্বর বিকেল ৩টায় কুমিল্লা টাউন হল মাঠে ২০ দলীয় জোটের বিশাল জনসভা। এতে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। কুমিল্লার পার্শ্ববর্তী জেলা হিসেবে খালেদা জিয়ার এ জনসভায় যোগ দেবেন চাঁদপুর জেলা বিএনপির অসংখ্য নেতা-কর্মী। এ ছাড়া বেগম খালেদা জিয়ার সফর সঙ্গী হিসেবে চাঁদপুরের ১৩ জন যারা বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য সবাই জনসভাস্থলে যোগ দিচ্ছেন বলে একটি সূত্র জানায়।
শেখ ফরিদ আহমেদ মানিকের নেতৃত্বে চাঁদপুর জেলা বিএনপির নেতা-কর্মীরা সড়ক পথে বেলা ১টার মধ্যে কুমিল্লায় গিয়ে পৌঁছবেন। এ ছাড়া জেলা সভাপতি ইঞ্জিঃ মমিনুল হক, সাবেক এমপি এমএ মতিন, কেন্দ্রীয় বিএনপি নেতা এহছানুল হক মিলন, লায়ন হারুনুর রশিদ, নিজ নিজ উপজেলা বিএনপির নেতা-কর্মী নিয়ে সেখানে যাবেন। কেন্দ্রীয় কমিটির সদস্য মোতাহার হোসেন পাটওয়ারীর নেতৃত্বে ফরিদগঞ্জ উপজেলা বিএনপির একটি গ্রুপ, চাঁদপুর-৩ আসনের সাবেক এমপি জিএম ফজলুল হকের নেতৃত্বে বিএনপির নেতা-কর্মীর একাংশসহ অন্যান্য নেতৃবৃন্দ কুমিল্লার জনসভায় যোগ দেবেন।