প্রেস বিজ্ঞপ্তি
রাজনীতির নামে যাত্রীবাহী বাস, ট্রেন, অটোরিক্সা ও মালবাহী যানবাহনে পেট্রোল বোমা ও ককটেল বোমা মেরে শিশুসহ সাধারণ শ্রমজীবী মানুষকে আগুনে পুড়িয়ে হত্যা এবং সারা জীবনের জন্য পঙ্গু করে দেয়ার প্রতিবাদে এবং মরহুম আরাফাত রহমান কোকোর সন্তানদের মতো এসএসসি পরীক্ষার সময়সূচি অনুযায়ী ১৪ লাখ ৭৯ হাজার ছাত্র-ছাত্রীকে নিরাপদে নির্বিঘ্নে পরীক্ষা দেয়ার জন্য অবরোধ ও হরতাল প্রত্যাহারের দাবিতে আজ
৭ ফেব্রুয়ারি, শনিবার সকাল ৯টা হতে দুপুর ১টা পর্যন্ত চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনার পাদদেশে প্রতীকি অনশন কর্মসূচি পালন করা হবে। উক্ত কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য মানবাধিকার কর্মী, ছাত্র, শিক্ষক, অভিভাবক, পেশাজীবী ও শ্রমজীবীসহ সর্বস্তরের জনগণকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ কামাল উদ্দিন পাটওয়ারী।