আজ ঘাস ফড়িংয়ের বিয়ে
*********************************
মুনশি আলিম
শুভক্ষণ জেনেও বাহ্যিক কোন পরিপাটি নেই, নেই উত্তরের ভেনিসের ন্যায় ব্যতিব্যস্ততা; হৃদয়ে শান্ত সকাল-যেন তরঙ্গহীন সমুদ্রের বধূ! বিশ্বজ্ঞানের রাজ্যে ঐতিহ্যের সিঁড়ি বেয়ে জোনাকি শতাব্দীর প্রাচীন আদিমতায় মুচকি হাসে, বিনয়াবত ঘাস ফড়িংয়ের দিকে বাঁকা চোখে তাকায়, সেন্টমার্টিনের প্রবল উন্মত্ততার ন্যায় দৃষ্টিতে তার রোমান্টিকতার ভরা জোয়ার- লজ্জা জলাঞ্জলি দিয়ে দুবাহুতে টেনে নেয়, আলিঙ্গনে উষ্ণ হয়ে ওঠে পৃথিবী, চৈনিক সভ্যতার উৎকর্ষতা আজ তাদের হৃদয় ক্যানভাসে, অতঃপর চুমুতে সিক্ত- জটিল দেহের পঠন-পাঠন; চুমুতে চিনি নেই কিন্তু তা চিনির চেয়েও মিষ্টি। উপলব্ধি ও বাস্তবতা ছুঁয়ে পূর্ণতার পথে ঘাসফড়িং দ¤পত্তি ।
………………………………..