শহর প্রতিনিধি-
১৮দলের ডাকা টানা ৬০ ঘন্টা হরতাল শেষে আজ ৩০ অক্টোবর চাঁদপুরে সকাল সন্ধ্যা হরতাল চলছে জেলা ছাত্রদলের আহব্বানে।গতসমবার হরতালের দ্বিতীয় দিন চাঁদপুর শহরের পুরান বাজারে পুলিশের গুলিতে ছাত্রদল কর্মী আরজু নিহত হয়।আরজু হত্যার প্রতিবাদে এ হরতাল চলছে।