মিজান লিটন
আজ শনিবার চাঁদপুরে সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে ২০ দলীয় জোট। নেতা-কর্মীদের বিরুদ্ধে জেলায় ২ শতাধিক মিথ্যা মামলা প্রত্যহারের দাবি এবং জেলা বিএনপির কার্যালয় ও জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিকের বাসভবনে হামলাসহ প্রকাশ্যে রাজনৈতিক কর্মসূচি পালনে বাধা দেয়ার প্রতিবাদে এ হরতালের আহ্বান করা হয়।
গত মঙ্গলবার বিকেলে হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ২০ দলীয় জোটের সংক্ষিপ্ত সমাবেশে এ হরতালের ঘোষণা দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডঃ সলিম উল্লা সেলিম।
জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ও জোটের একাধিক যুগ্ম আহ্বায়কের সাথে আলাপকালে জানান তারা সর্বাত্মক কর্মসূচিতে স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে। জোটের নেতা-কর্মীরা সাংবাদিকদের বলেন, প্রহসনের মাধ্যমে ভোটারবিহীন নির্বাচন দিয়ে একতরফাভাবে অবৈধ সরকার গঠন করে দেশে আজ একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করার প্রতিবাদে এ হরতাল। হরতাল কর্মসূচির পাশাপাশি অবরোধ কর্মসূচিও অব্যাহত থাকবে বলে জোট নেতৃবৃন্দ জানান। চাঁদপুর জেলার সকাল-সন্ধ্যা হরতালের আওতামুক্ত থাকবে সংবাদপত্র ফায়ার সার্ভিস, খাবারের দোকান, অ্যাম্বুলেন্স ও ঔষধের দোকান।