বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, চাঁদপুর জেলা শাখার দ্বি-বার্ষিক কার্যনির্বাহী পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ আজ ১৫ জুন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ৪৩ ভোটের লড়াইয়ে ২১ প্রার্থী ভোট যুদ্ধে অবতীর্ণ হয়েছেন। উৎসবমুখর পরিবেশে এবারের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। প্রার্থীরা তাদের কাঙ্ক্ষিত ও প্রত্যাশিত রায় পেতে ভোটারদের কাছে তাদের সর্বশেষ চেষ্টা অব্যাহত রেখেছে। তবে ভোটার নন এমন সাংবাদিক ও সম্পাদকদের কাছেও তারা একাধিকবার দোয়া চেয়েছেন।
চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শহীদ পাটোয়ারী প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে রয়েছেন এবং তার অন্যতম সহযোগী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বে রয়েছেন চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রহিম বাদশা ও সহ-সভাপতি বিএম হান্নান। স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে সকল প্রস্তুতি ইতোমধ্যে তারা সম্পন্ন করেছেন। আজ চাঁদপুর প্রেসক্লাবের তৃতীয় তলার অফিস কক্ষে সকাল ১০টায় ভোটগ্রহণ শুরু হবে। জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের তালিকাভুক্ত ৪৩ জন সদস্য ভোটাধিকার প্রয়োগ করবেন।
এ নির্বাচনে প্রার্থীরা হচ্ছেন : সভাপতি পদে ৩ জন একে আজাদ (মোবাইল), সাবিত্রী রাণী ঘোষ (কম্পিউটার) ও এম এ লতিফ (নারিকেল গাছ), সিনিয়র সহ-সভাপতি পদে ২ জন মুহাম্মদ আলমগীর (গিটার) ও মিজানুর রহমান লিটন (হরিণ), সহ-সভাপতি পদে ৩ জন জামাল আহম্মেদ আখন্দ (ফাইল কেবিনেট), ফাহিম শাহরিন কৌশিক (গাঁজর) ও এম এম কামাল (ব্রিজ), সাধারণ সম্পাদক পদে ৩ জন চৌধুরী ইয়াছিন ইকরাম (উট পাখি), কে এম মাসুদ (পানির বোতল) ও শেখ আল মামুন (পাঞ্জাবি), যুগ্ম সাধারণ সম্পাদক (১) পদে ৩ জন এম আর ইসলাম বাবু (টেবিল), মোসাদ্দেক আল আকিব (চাঁদ) ও অভিজিত রায় (মোরগ), যুগ্ম সাধারণ সম্পাদক (২) পদে ২ জন তালহা জুবায়ের (আঙ্গুর) ও এস এম সোহেল (মৌমাছি), অর্থ সম্পাদক পদে ২ জন আশিক বিন রহিম (টেবিল ল্যাম্প) ও মাজহারুল ইসলাম অনিক (ডালিম), দপ্তর সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন শরীফুল ইসলাম। এছাড়া কার্যনির্বাহী ২টি পদে ৩ জন কে এম সালাউদ্দিন (হ্যাঙ্গার), সাইফুল আজম (ঢেঁকি) ও বাদল মজুমদার (হেলমেট)।