ষ্টাফ রিপোর্টার: আজ ২২ ডিসেম্বর শনিবার চাঁদপুর পৌরসভার কর্মচারী সংসদের নির্বাচন। সকাল ৯টা থেকে বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটাররা যাতে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে জন্যে নির্বাচন কমিশন সকল ব্যবস্থা নিয়েছে। ২শ’ ৩৫ জন ভোটার ২৭ জন প্রার্থীর মধ্যে ১৬ জনকে নির্বাচিত করবে।
পৌর কর্মচারী সংসদ নির্বাচনে বলা যায় দু’টি প্যানেলে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছে। প্রার্থীরা হলেন ঃ সহ-সভাপতি পদে নাছির উদ্দিন খান (ছাতা) ও মোঃ মনিরুজ্জামান (ঘড়ি), সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ আব্দুল কাদির খান (তালা) ও মোঃ ওমর ফারুক (চেয়ার), সাংগঠনিক সম্পাদক পদে মোঃ রফিকুল ইসলাম (বটগাছ) ও মোঃ মতিরাজা পাটোয়ারী (দাঁড়িপালস্না), প্রচার সম্পাদক পদে গোপাল চন্দ্র বণিক (আনারস) ও মোঃ খিজির আহাম্মদ (বই), সমাজকল্যাণ সম্পাদক পদে আবদুল কাদির ঢালী (দোয়াত-কলম) ও মোঃ সাজ্জাত হোসেন (টেলিভিশন), ক্রীড়া সম্পাদক পদে নজিবুল হক খান (ফুটবল) ও শেখ মনিরুজ্জামান (তলোয়ার), দপ্তর সম্পাদক পদে মোঃ আবুল খায়ের মনু (গরুর গাড়ি) ও মোঃ এনায়েত উল্যাহ বেপারী (রিঙ্া), মহিলা সম্পাদিকা পদে ফারজানা পারভীন লাকী (হাতপাখা) ও অনিমা সেন চৌধুরী (কুলা), কোষাধ্যৰ পদে মোঃ বিলস্নাল হোসেন (হরিণ) ও শেখ খালেদ আহাম্মদ (মোরগ), নির্বাহী সদস্য পদে মোঃ শাহজাহান মিয়াজী (বাঘ), জসিম উদ্দিন বকাউল (তারা), মোঃ সিরাজ মল্লিক (চাকা), মোঃ শাহাদাত হোসেন (বাল্ব), উত্তম কুমার দে (মশাল), মোঃ মানিক গাজী (কলস) ও রব গাজী (চশমা)।