‘ইলিশের বাড়ি চাঁদপুর’ ব্র্যান্ডি জেলার আওতায় চাঁদপুরকে পর্যটন নগরী হিসেবে কেন্দ্র গড়ে তুলতে এবং বাঙ্গালির আবহমান সংস্কৃতি ধারণ ও লালন করে চাঁদপুর জেলা মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে বড় স্টেশন মেঘনা মোহনায় মহান স্বাধীনতার স্বারক ভাস্কর্য রক্তধারার পূর্ব পাশে আজ থেকে শুরু হচ্ছে বৈশাখী মেলা।
আজ ২১ এপ্রিল (৮ বৈশাখ) শুক্রবার সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৈশাখী মেলার আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করবেন চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম।
চাঁদপুর জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডলের স্ত্রী আখতারী জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাধীনতা পদকপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপিকা মাসুদা নূর খান।
বাঙালির নিজ জাতিসত্ত্বার জাগরণের এই উৎসবে আমন্ত্রিত অতিথি ও দর্শনার্থীদের যথা সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন চাঁদপুর জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শিপ্রা দাস।