বিকেল ৪টায় উদ্বোধনী অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এমপি। এ পর্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া এমপি, জেলা প্রশাসক মোঃ ইসমাইল হোসেন, পুলিশ সুপার মোঃ আমির জাফর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল, জেলা জাতীয় পার্টির সভাপতি নূরুল হক বাচ্চু মিয়াজী ও জেলা বিএনপির সহ-সভাপতি আঃ হামিদ মাস্টার। সভাপ্রধান থাকবেন বিজয় মেলা স্টিয়ারিং কমিটির সভাপতি ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এমএ ওয়াদুদ। আলোচনা অনুষ্ঠান শেষে যথারীতি প্রতিদিনের মতো বিজয় মেলার কার্যক্রম চলবে। উল্লেখ্য, ১ ডিসেম্বর থেকে মাসব্যাপী এই বিজয় মেলা শুরু হয়েছে।
শিরোনাম:
মঙ্গলবার , ১৪ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
১৯৭১ সালের ৮ ডিসেম্বর চাঁদপুর শহর পাক হানাদার মুক্ত হয়েছিল। তাই ৮ ডিসেম্বর চাঁদপুর মুক্ত দিবস। সেদিন চাঁদপুরের মুক্তিযোদ্ধাসহ মুক্তিকামী মানুষেরা বিজয়ের উল্লাসে উল্লসিত হয়েছিলো। সেই ৮ ডিসেম্বর চাঁদপুর মুক্ত দিবসকে স্মরণে রেখেই এ দিন চাঁদপুরের ঐতিহ্যবাহী মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এবারো এর ব্যতিক্রম নয়। আজ সকাল সাড়ে ১০টায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডাঃ দীপু মনি এমপি। এই উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহমেদ মানিক, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান মোঃ সফিকুজ্জামান, জেলা সিপিবির সভাপতি মনিষা চক্রবর্তী ও জেলা গণফোরামের সভাপতি অ্যাডঃ সেলিম আকবর। সভাপ্রধান থাকবেন মুক্তিযুদ্ধের বিজয় মেলা-২০১৪-এর উদযাপনব পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ সলিম উল্যা সেলিম। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে থাকবে মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য অঙ্গীকারের সামনে জাতীয় পতাকা ও বিজয় মেলার পতাকা উত্তোলন। এরপর অঙ্গীকার পাদদেশে পুষ্পস্তবক অর্পণ ও বর্ণাঢ্য র্যালী। র্যালী শেষে বিজয় মেলা মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।