চাঁদপুর নিউজ রিপোর্ট
আজ ৮ ডিসেম্বর চাঁদপুর মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানী হানাদার বাহিনীর কবল থেকে চাঁদপুর মহকুমা শহর মুক্ত হয়েছিলো। যা মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। ১৯৯২ সালে ৮ ডিসেম্বর চাঁদপুর মুক্ত দিবসকে ঘিরে সে সময়কার চাঁদপুর জেলা যুব ইউনিয়নের উদ্যোগে এবং ঘাতক-দালাল নির্মূল কমিটি, চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও সম্মিলিত সাংস্কৃতিক জোট, চাঁদপুরের সহযোগিতায় শহীদ জননী জাহানারা ইমামের প্রস্তাবনায় চাঁদপুরে মুক্তিযুদ্ধের বিজয় মেলা প্রথম শুরু করা হয়। শুরুটা ছোট পরিসরে এবং কম সময় নিয়ে হলেও পরবর্তী বছর থেকে এ মেলা চাঁদপুরে ধারাবাহিকভাবে বিশাল পরিসরে এবং মাসব্যাপী হয়ে আসছে।
স্বাধীনতার স্বপক্ষের সকল রাজনৈতিক দল, মুক্তিযোদ্ধা, প্রশাসন, বিভিন্ন পেশার মানুষ বিশেষ করে সাংবাদিক, চিকিৎসক, আইনজীবি, চাকুরিজীবি, সামাজিক-সাংস্কৃতিক ও ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষের মিলন মেলা হিসেবে মুক্তিযুদ্ধের বিজয় মেলা মাসব্যাপী উদ্যাপিত হয়ে আসছে। এটি এখন সর্বজনীন বিজয় উৎসবে পরিণত হয়েছে। এ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস এবং ওই সময়ের প্রেক্ষাপট তুলে ধরাই হচ্ছে বিজয় মেলার মূল লক্ষ্য ও উদ্দেশ্য। পাশাপাশি শিশু-কিশোরদের জন্যে রয়েছে বিনোদনের ব্যবস্থা। মুক্তিযোদ্ধারা বিজয় মেলা মঞ্চে প্রাণ খুলে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালীন সময়ের লৌমহর্ষক স্মৃতিময় কথাগুলো এ প্রজন্মের উদ্দেশ্যে স্মৃতিচারণ করে থাকেন।
শিরোনাম:
রবিবার , ২০ এপ্রিল, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৭ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
চাঁদপুর নিউজ সংবাদ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।