চাঁদপুর নিউজ রিপোর্টার
বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি চাঁদপুর জেলা শাখার সদস্য ও চাঁদপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ড পৌর মার্কেটে জনতা হোটেলের মালিক মরহুম হাজী আব্দুল বাসেতর মিয়াজী আজ শনিবার তার নিজ বাড়ি (এসপির বাংলোর পেছনে) চেহলাম অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে খতমে কোরআন ও বাদ জোহর মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত মিলাদ মাহফিলে সকল আত্মীয় স্বজন ও শুভাকাক্সক্ষীকে উপস্থিত থাকতে বিনীত অনুরোধ জানিয়েছেন মরহুমের বড় ছেলে আব্দুল আলিম মানিক মিয়াজী ও ছোট ছেলে সুমন মিয়াজী।
উল্লেখ্য, ৭ এপ্রিল সোমবার সকাল ৭টা ২০ মিনিটে ঢাকা ল্যাব এইড হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। চাঁদপুর শহরের বিষ্ণুদী রোডস্থ প্রাইমারী স্কুল সংলগ্ন মিজি বাড়ির মোহাম্মদ আলী মিয়াজীর বড় ছেলে মরহুম হাজী আব্দুল বাসেত মিয়াজী। তিনি পুলিশ সুপারের বাংলোর পেছনে প্রায় ৪০ বছর যাবৎ বসবাস করে আসছিলেন। এছাড়া বাসস্ট্যান্ড এলাকায় প্রায় ৩০ বছর যাবৎ ব্যবসা করতেন।