নিজস্ব প্রতিনিধি-
আজ ৫ অক্টোবর শনিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। সারাদেশে একযোগে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের দুই ধরনের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ৬ মাস থেকে ১১ মাস বয়সী সকল শিশুকে একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে, আর ১২ মাস থেকে ৫৯ মাস তথা ১ বছর থেকে ৫ বছর বয়সী সকল শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
চাঁদপুর জেলায় এ কর্মসূচি বাস্তবায়নে স্বাস্থ্য বিভাগ থেকে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। উল্লেখিত দুই ক্যাটাগরীর মোট ৩ লাখ ৮২ হাজার ৮শ’ ৮৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর টার্গেট নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৩৯ হাজার ৮শ’ ৭০ জন শিশুকে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। আর ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ৪৩ হাজার ১৫ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এ কর্মসূচি বাস্তবায়নে জেলা স্বাস্থ্য বিভাগ ২ হাজার ২শ’ ৮২টি কেন্দ্র নির্ধারণ করেছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কেন্দ্রগুলোতে টিকা খাওয়ানো হবে। স্বাস্থ্য বিভাগের ১ হাজার ১শ’ ৩ জন কর্মীসহ মোট ৬ হাজার ২৮ জন স্বেচ্ছাসেবক কেন্দ্রগুলোতে দায়িত্ব পালন করবে। আর জেলা ও উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাগণ পুরো জেলায় মনিটরিং করবেন।