প্রেস বিজ্ঞপ্তি : আজ শনিবার বেলা ৩টায় ঢাকার বাংলাদেশ ফটো-জার্নালিস্ট এসোসিয়েশন মিলনায়তনে জাতীয় সাংবাদিক সংস্থার নবনির্বাচিত ও সদ্য বিদায়ী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক যৌথ সভা আহবান করা হয়েছে। এই সভায় নবনির্বাচিত নির্বাহী পরিষদের সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন নির্বাচন পরিচালক ও জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মীর লিয়াকত আলী। এতে বিদায়ী নির্বাহী পরিষদ নবনির্বাচিত নির্বাহী পরিষদের কাছে দায়িত্ব হস্তান্তর করবেন। তাছাড়া নবনিযুক্ত বিভাগীয় সভাপতি ও আঞ্চলিক সাংগঠনিক সচিবদের দায়িত্ব বুঝিয়ে দেয়া হবে। কাজেই সংশ্লিষ্ট সকলকে যথা সময়ে সভায় হাজির হওয়ার অনুরোধ জানানো হয়েছে।
অপর দিকে আগামী ১২ই ফেব্রুয়ারি জাতীয় সাংবাদিক সংস্থার ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হবে। ঢাকাসহ সারা দেশে আনন্দ-সমাবেশ, মিছিল ও মিলন মেলার মাধ্যমে পালিত হবে জাতীয় সাংবাদিক সংস্থার ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী। এই দিবসে সংস্থার সকল জেলা ও উপজেলা শাখাকে নিজস্ব কর্মসূচী গ্রহণে দিকনির্দেশনা দেয়া হয়েছে। উল্লেখ্য, ১৯৮২ সালের এই দিনে মুহম্মদ আলতাফ হোসেন ও মীর লিয়াকত আলীর উদ্যোগে একদল তরুণ সাংবাদিক প্রতিষ্ঠা করেন এই সংগঠন। তাদের প্রেরণা দিয়েছিলেন দৈনিক আজাদের সম্পাদকমন্ডলীর তৎকালীন সভাপতি মুজীবুর রহমান খাঁ আর সার্বিক সহযোগিতা করেছেন সাপ্তাহিক নবজাগরণ সম্পাদক এডভোকেট আবুল কাশেম। ঢাকার ৫১ উত্তর কমলাপুরে নবজাগরণ সম্পাদক এডভোকেট আবুল কাশেমের চেম্বারে আয়োজিত প্রথম বৈঠকে ১১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠনের মধ্য দিয়ে যাত্রা শুরু হয় জাতীয় সাংবাদিক সংস্থার। সেই নিরন্তর অগ্রযাত্রায় আর ছেদ পড়েনি। আজ ৩২ বছর পূর্তির দ্বারপ্রান্তে এ সংগঠন। চড়াই উৎরাই অনেক গেলেও অগ্রগতি থমকে যায়নি। তাই সংস্থার ৩২ বছরপূর্তির শুভ লগ্নে সারা দেশে উৎসবমুখর জাগরণ সৃষ্টি হয়েছে। টেকনাফ থেকে তেতুঁলিয়ায় লেগেছে উৎসব আয়োজন।