আতাউর রহমান সোহাগঃ
আজ বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৩ তম মৃত্যু বার্ষিকী। এ উপলক্ষ্যে ফরিদগঞ্জ উপজেলা বিএনপি ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ মোঃ ইউনুছ চাঁদপুর প্রবাহের এ প্রতিনিধি কে জানান, বিএনপির দলীয় কার্যালয় সংলগ্ন এনসিসি ব্যাংকের তৃতীয় তলায় এ উপলক্ষ্যে অয়োজিত কর্মসূচির মধ্যে রয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী, দলীয় পতাকা উত্তোলন, কালোব্যচ ধারন, আলচনা সভা, দোয়ার অনুষ্ঠান শেষে গনভোজ। এদিকে এ আয়োজন উপলক্ষ্যে উপজেলার প্রত্যন্ত অঞ্চলে মাইকিং করা হচ্ছে। সকাল থেকে দুপুর পযন্ত আয়োজিত কর্মসূচিতে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ঘটবে বলে জানাযায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির কেন্দ্রিয় নেতা সাবেক এমপি লায়ন মো ঃ হারুনুর রশিদ। বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মীর অনুষ্ঠানে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ মোঃ ইউনুছ।
শিরোনাম:
শনিবার , ২৬ এপ্রিল, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১৩ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।