নিজস্ব প্রতিনিধি-
আজ জেলা জুড়ে ১৮ দলীয় জোটের গণজমায়েত মাঠে থাকবে ক্ষমতাসীন দল প্রতি উপজেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে : জেলা ম্যাজিস্ট্রেট আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে থাকবে সর্বাত্মক প্রস্তুতি, রিজার্ভে থাকবে বিজিবি, টহলে র্যাব : পুলিশ সুপার মিজানুর রহমান দেশের রাজনৈতিক ঘোলাটে পরিস্থিতিতে ক্রমশ উত্তপ্ত হচ্ছে চাঁদপুরের রাজনৈতিক অঙ্গন। আজ ২৫ অক্টোবর বিএনপি তথা ১৮ দলীয় জোটের জেলা-উপজেলা পর্যায়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচনের এক দফা দাবি আদায়ের লক্ষ্যে হবে গণজমায়েত। এ কর্মসূচি পালনে নাশকতার আশঙ্কায় পাল্টা কর্মসূচি আহবান করেছিল আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার। দেশের প্রধান দু’টি রাজনৈতিক দলের মুখোমুখি হবার কর্মসূচি ঘোষণায় শঙ্কিত হয়ে পড়েছে সাধারণ মানুষ। তবে চাঁদপুরে আজ বিএনপির গণজমায়েত কর্মসূচি থাকলেও আওয়ামী লীগের পাল্টা কর্মসূচি থাকছে না। বিএনপি চাঁদপুর জেলা শহরে ও উপজেলা সদরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গণজমায়েত করবে। আর ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন রাজপথে থাকবে। যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বাত্মক প্রস্তুত রয়েছে চাঁদপুরের আইনশৃঙ্খলা বাহিনী। চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার মমিনুল হক জানিয়েছেন, ঢাকার সাথে সঙ্গতি রেখে আজ চাঁদপুরে এক দফা দাবি আদায়ের লক্ষ্যে গণজমায়েত করবেন তারা। তাদের এ কর্মসূচি শতভাগ শান্তিপূর্ণ হবে বলে তিনি জানান। উপজেলা সদরেও অনুরূপ কর্মসূচি পালিত হবে। চাঁদপুর পৌর বিএনপির সভাপতি অ্যাডঃ সলিম উল্যা সেলিম জানান, কোনো আঘাত আসলে তা জনগণকে নিয়ে প্রতিহত করা হবে। এদিকে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল জানিয়েছেন, যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্যে নেতা-কর্মীরা প্রস্তুত। প্রশাসনকে সহযোগিতা করার জন্য রাজপথে থাকবে তারা। জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব ওচমান গণি পাটওয়ারী জানান, গণতান্ত্রিক বিধি অনুযায়ী যে কোনো দল তাদের কর্মসূচি পালন করবে তাতে আমাদের আপত্তি নেই। তবে জনগণের জান-মালের কেউ ক্ষতি করলে জনগণ ও প্রশাসন তা দেখবে। আজকের কর্মসূচি পালন নিয়ে ও উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি নিয়ন্ত্রণ বিষয়ে জেলা প্রশাসক মোঃ ইসমাইল হোসেন জানান, চাঁদপুর জেলা সদরে ও প্রতি উপজেলায় আইনশৃঙ্খলা বাহিনীকে সাথে নিয়ে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে থাকবেন। যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের সকল প্রস্তুতি রয়েছে। পুলিশ সুপার মোঃ আমির জাফর জানিয়েছেন, জনদুর্ভোগ, জনগণের জান-মালের ক্ষতি এবং আইনশৃঙ্খলার অবনতি যাতে না হয় সে জন্য সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তিনি আরো জানান, দু’দলের নেতৃবৃন্দের সাথে যোগাযোগ হয়েছে, তারা শান্তিপূর্ণ কর্মসূচি পালন ও অবস্থান করবেন বলে প্রশাসনকে আশ্বস্ত করেছেন। তারপরও যে কোনো পরিস্থিতি মোকাবেলায় পর্যাপ্ত পুলিশ ফোর্সের পাশাপাশি বিজিবি রিজার্ভে থাকবে, প্রয়োজনে টহলে নামবে। কচুয়াসহ আশপাশে টহলে থাকবে র্যাব। এদিকে জেলা বিএনপি নেতৃবৃন্দের সাথে আলাপ করে জানা যায়, আজকের গণজমায়েত সফল করতে তাদের ব্যাপক প্রস্তুতি রয়েছে। ১৮ দলীয় জোটের সকল ইউনিটের নেতা-কর্মীরা স্ব স্ব এলাকার কর্মসূচিতে অংশ নিতে সমবেত হবে। চাঁদপুর শহরের গণজমায়েত অনুষ্ঠিত হবে জেলা বিএনপি কার্যালয় সম্মুখে। বিকেল ৩টায় কার্যক্রম শুরু হবে। এ কর্মসূচিতে বিভক্ত বিএনপির নেতা-কর্মীরাও কর্মসূচি সফল করতে জমায়েত হবে বলে একটি সূত্র জানায়। তবে গণজমায়েত শেষে বিএনপি তথা ১৮ দলীয় জোট শহরে গণমিছিল করবে না। উল্লেখ্য, বর্তমান সংবিধান অনুযায়ী সংসদের মেয়াদ শেষ হওয়ার ৯০ দিন আগে নির্বাচনী প্রক্রিয়া শুরু হচ্ছে আজ ২৫ অক্টোবর হতে। তবে সরকারের মেয়াদ শেষ বলা হলেও নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যনত্দ বর্তমান সরকারই বহাল থাকছে। এতে সাংবিধানিক কোনো বাধা নেই বলে ক্ষমতাসীন আওয়ামী লীগ সেই অবস্থানে রয়েছে। অপরদিকে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট প্রথম থেকেই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচন দাবি করে আসছে। কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাবে না ১৮ দলীয় জোট। ১৮ দলীয় জোট তাদের অবস্থান অনুযায়ী এক দফা দাবি আদায়ের লক্ষ্যে ২৫ অক্টোবর সমাবেশ করার ঘোষণা দেয় অনেক আগেই। আর ক্ষমতাসীন দল নাশকতার আশঙ্কায় তাদের নেতা-কর্মীদেরও রাজপথে থাকার নির্দেশ দেয়। দুই দলের রাজপথে মুখোমুখি অবস্থান কর্মসূচি ঘোষণায় সারাদেশের ন্যায় চাঁদপুরেও জনমনে শঙ্কার সৃষ্টি হয়। দুই দল আজ মুখোমুখি হবার কর্মসূচি নিয়ে রাজপথে থাকার কথা থাকলেও গতকাল ২৪ অক্টোবর চাঁদপুর জেলা যুবলীগের ব্যানারে শহরে বিশাল সমাবেশ ও মিছিল হয়েছে। তবে আজ তাদের এ ধরণের কর্মসূচি থাকছে না। বিএনপি তথা ১৮ দলীয় জোটের পূর্ব ঘোষিত গণজমায়েত আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাই আজ জনগণের দৃষ্টি থাকবে রাজপথের দিকে।