আজ ১ ফেব্রুয়ারি থেকে সারাদেশে একযোগে শুরু হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। এ বছর চাঁদপুরের ৮ উপজেলায় ৬৭টি কেন্দ্রে সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা ৩৫ হাজার ৭শ’ ৮৫। এর মধ্যে এসএসসি ২৮ হাজার ৩ জন, কেন্দ্র ৩৯টি; দাখিল ৬ হাজার ৫শ’ ৫৭ জন, কেন্দ্র ১৮টি এবং এসএসসি ভোকেশনাল ১০ কেন্দ্রে পরীক্ষার্থী ১ হাজার ২শ’ ২৫ জন। সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এ পরীক্ষা হচ্ছে।
চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের শিক্ষা শাখা থেকে প্রাপ্ত তথ্য মতে, এসএসসিতে চাঁদপুর সদরে ৬টি কেন্দ্রে পরীক্ষার্থী ৫ হাজার ৭শ’ ১ জন, হাজীগঞ্জে ৬টি কেন্দ্রে ৩ হাজার ৫শ’ ৪৫ জন, মতলব উত্তরে ৭টি কেন্দ্রে ৪ হাজার ৯০ জন, মতলব দক্ষিণে ৩টি কেন্দ্রে ২ হাজার ১শ’ ১৯ জন, ফরিদগঞ্জে ৫টি কেন্দ্রে ৩ হাজার ৫শ’ ৯৬ জন, শাহরাস্তির ৫টি কেন্দ্রে ৩ হাজার ৪শ’৭৪ জন, কচুয়ার ৫টি কেন্দ্রে ৪ হাজার ৫শ’ ৬৮ জন এবং হাইমচরের ১টি কেন্দ্রে ৯শ’ ১০ জন।
দাখিলে চাঁদপুর সদরে ৩টি কেন্দ্রে ১ হাজার ৬৫ জন, হাজীগঞ্জে ৩টি কেন্দ্রে ১ হাজার ১৯ জন, মতলব উত্তরে ১টি কেন্দ্রে ৪শ’ ৪৭ জন, মতলব দক্ষিণে ২টি কেন্দ্রে ৫শ’ ৩৮ জন, ফরিদগঞ্জে ৩টি কেন্দ্রে ১ হাজার ২শ’ ৭৯ জন, শাহরাস্তির ২টি কেন্দ্রে ৬শ’ ৮১ জন, কচুয়ার ৩টি কেন্দ্রে ১ হাজার ২শ’ ১১ জন এবং হাইমচরের ১টি কেন্দ্রে ৩শ’ ১৭ জন।
পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সুন্দর পরিবেশে সম্পন্ন করতে জেলা প্রশাসকের সভাপতিত্বে সকল কেন্দ্র সচিবকে নিয়ে ইতঃপূর্বে সভা অনুষ্ঠিত হয়েছে। ওই সভায় বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, কেন্দ্র সচিব ব্যতীত কোনো কক্ষ পরিদর্শক পরীক্ষা চলাকালীন কেন্দ্রের ভেতরে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন না, ১ বা ২-এর অধিক কোনো সাংবাদিক কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না এবং কেন্দ্র সচিবের অনুমতিক্রমে কেন্দ্রে প্রবেশ করতে হবে।