জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীৰা আজ ৭ নভেম্বর বৃহস্পতিবার থেকে সারাদেশে একযোগে শুরু হচ্ছে। চাঁদপুর জেলায় এ দুই শ্রেণীর মোট পরীক্ষার্থী হচ্ছে ৪০ হাজার ৬শ’ ৮৩ জন। জেলার ৬৯টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। নকলমুক্ত পরিবেশে এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন করার লক্ষে চাঁদপুরের প্রশাসন ও পরীক্ষা সংশ্লিষ্ট কমিটি ইতিমধ্যে প্রস্তুতি সম্পন্ন করেছে।
গত ৪ নভেম্বর থেকে সারাদেশে একযোগে জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরুর প্রোগ্রাম ছিলো। এ প্রোগ্রাম অনেক আগেই নির্ধারণ হয়েছে। কিন্তু বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট ৪ নভেম্বর থেকে টানা ৬০ ঘণ্টার হরতাল দেয়ায় বাধ্য হয়ে সরকার পূর্ব নির্ধারিত প্রোগ্রাম পরিবর্তন করে ৪ নভেম্বরের পরীক্ষা ৮ নভেম্বর শুক্রবার ও ৬ নভেম্বরের পরীক্ষা ৯ নভেম্বর শনিবার নেয়ার দিন ধার্য করে। আর পূর্ব নির্ধারিত প্রোগ্রাম অনুযায়ী আজ ৭ নভেম্বরের পরীক্ষার সময় অপরিবর্তিতই রইলো। তাই আজ ৭ নভেম্বর থেকে পরীক্ষা শুরু হবে। আজ অনুষ্ঠিত হবে জেএসসির ইংরেজি ১ম পত্র ও জেডিসির আরবি ২য় পত্রের পরীক্ষা। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত তিন ঘণ্টা হচ্ছে পরীক্ষার নির্ধারিত সময়। তবে আগামীকাল শুক্রবারের পরীক্ষা অনুষ্ঠিত হবে বেলা সোয়া ২টা থেকে বিকেল সোয়া ৫টা পর্যন্ত। সকালে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা থাকায় এ সময়সূচি নির্ধারণ করা হয়। চাঁদপুর জেলায় এবার জেএসসি পরীক্ষার্থী ৩১ হাজার ৬শ’ ৩৭, কেন্দ্র ৪৬। আর জেডিসি পরীক্ষার্থী ৯ হাজার ৪৬, কেন্দ্র ২৩।