প্রবীর চক্রবর্তী
বিজয়ের গৌরবগাঁথা স্মৃতি চির অম্লান’ এ শ্লোগান ও ২৫ নভেম্বর ফরিদগঞ্জ মুক্তি দিবসকে সামনে রেখে আজ ২৫ নভেম্বর মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ২১ দিনব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা। ফরিদগঞ্জ ওয়াপদা মাঠে ওইদিন বিকেল ৩টায় বিজয় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি। মেলার উদ্বোধন করবেন মুক্তিযুদ্ধে ৮নং সেক্টরের সেক্টর কমান্ডার ও চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক লেঃ কর্নেল (অবঃ) আবু ওসমান চৌধুরী। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সংসদ সদস্য ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ড. মোহাম্মদ সামছুল হক ভূঁইয়া।
ফরিদগঞ্জে মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদযাপনব কমিটির চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন পাটওয়ারী স্বপনের পরিচলনায় বিশেষ অতিথি হিসেবে ওইদিন বিজয় মেলা মঞ্চে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক মোঃ ইসমাইল হোসেন, পুলিশ সুপার মোঃ আমির জাফর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এমএ ওয়াদুদ, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার, ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ জয়নাল আবদীন, ফরিদগঞ্জ পৌরসভার মেয়র মোঃ মঞ্জিল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান রানা, মহিলা ভাইস চেয়ারম্যান রিনা নাসরিন, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুল হক, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান ও সাধারণ সম্পাদক নুরুন্নবী নোমান প্রমুখ। ২১ দিনব্যাপী ফরিদগঞ্জে মুক্তিযুদ্ধের বিজয় মেলায় বিশেষ আকর্ষণ থাকছে হস্তশিল্প, কুটির শিল্প, রকমারি খেলনা ও পোশাকসহ নানা রকমের খাবারের দোকান, প্রইভেট কার রেইস এবং র্যাফেল ড্র। এছাড়াও শিশুদের খেলার জন্য বেশ কয়েকটি উপকরণ থাকছে। মেলা মঞ্চে প্রতিদিন মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাট্যানুষ্ঠান থাকবে। আগামী ১৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে মেলার সমাপ্তি হবে। প্রতিদিন মেলার সর্বস্তরের জনসাধারণকে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন ফরিদগঞ্জ মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদযাপনব কমিটির মহাসচিব ও ফরিদগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সহিদ উল্লা তপদার।