আজ ১২ রবিউল আউয়াল ১৪৩৭ হিজরী মোতাবেক ২৫ ডিসেম্বর শুক্রবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ)। হিজরী সনের তৃতীয় মাসের নাম মাহে রবিউল আউয়াল। ইসলামের ইতিহাসে এই মাসের গুরুত্ব সমধিক। রবিউল আউয়াল মাসের ১২ তারিখ সুবহে সাদেকের সময়টুকু বিশেষ গৌরবময় ও মর্যাদাপূর্ণ। কেননা এই সময়েই হযরত মুহাম্মদ (দঃ) মাতৃগর্ভ হতে দুনিয়ায় আগমন করেছিলেন। তাঁকে সৃষ্টি না করলে আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র এমনকি দুনিয়া ও উহার মধ্যস্থিত কোনো কিছুই সৃষ্টি করা হতো না। সেদিন দুনিয়ার সবাই এমনকি গাছ-পালা, তরুলতা, পশু-পাখি, জীব-জন্তু পর্যন্ত মেতে উঠেছিলো মহা উৎসবে ‘রাহমাতুলি্লল আলামিন মারহাবা! মারহাবা!’ বলে।
মহান আল্লাহ্ তায়ালার পক্ষ হতে দুনিয়াবাসীর প্রতি যত দয়া অনুকম্পা প্রেরিত হয়েছে হুজুর (দঃ)-এর জন্ম তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। নবীর জন্ম তথা মিলাদের বর্ণনায় পরিপূর্ণ হয়েছে হাদিস গ্রন্থসমূহের বিরাট অংশ। কম্পাসের কাঁটা যেভাবে উত্তর-দক্ষিণ মেরু বরাবর সোজা না হয়ে স্থির হয় না তেমনি প্রকৃত আশিক হৃদয় হুজুর (দঃ)-এর জন্ম দিনে তাঁর জন্মকথা না শুনে স্থির থাকতে পারে না। মিলাদের আলোচনায় তার হৃদয়ে বয়ে দেয় খুশির জোয়ার আর আনন্দের প্লাবন। তাইতো বিশ্ববাসী আজ সর্বত্র পালন করবে ঈদে মিলাদুন্নবী বা হুজুর (দঃ)-এর জন্মের খুশির দিন।
তাই মিলাদুন্নবী (দঃ) উদ্যাপন অনুষ্ঠানে কুরআন তিলাওয়াত, হামদ, নাত, সালাত-সালাম, মিলাদ-কিয়াম, ওয়াজ, বক্তৃতা এসবই অশেষ নেকি লাভের মাধ্যম বটে। তবে রাসূলুল্লাহ (দঃ)-এর আদর্শ গ্রহণের মনোবৃত্তি তৈরি করে সর্বত্র তা বাস্তবায়নের মাধ্যমে নেক কাজটি আরও মহিমান্বিত করা উচিত। মুসলিম বিশ্বে বছরের সর্বদিনের চেয়ে নবীর জন্ম দিনটির গুরুত্ব সমধিক। তাই পৃথিবীর সকল দেশের মতো বাংলাদেশে তথা চাঁদপুরের সকল গ্রাম-গঞ্জে, শহরে, স্কুল-কলেজ ও মাদ্রাসা-মসজিদে এই পবিত্র দিনটি ঈদে মিলাদুন্নবী (দঃ) হিসেবে উদ্যাপিত হয়ে থাকে। এই দিবসকে কেন্দ্র করে বাংলাদেশের অফিস-আদালত, শিক্ষা প্রতিষ্ঠানসমূহ বন্ধ থাকে। ঈদে মিলাদুন্নবী (দঃ) উদ্যাপন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন চাঁদপুর জেলা কার্যালয় এবং প্রত্যেক উপজেলা কার্যালয় থেকে গতকাল র্যালী বের করা হয় এবং আলোচনা ও মিলাদ মাহফিল অনুুষ্ঠিত হয়। চাঁদপুর শহরের চেয়ারম্যানঘাটা বাইতুল আমান জামে মসজিদে আজ বাদ ফজর থেকে সকাল ৯টা পর্যন্ত আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। ঈদে মিলাদুন্নবী (দঃ) উপলক্ষে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় বিভিন্ন ইসলামী সংগঠন ও ইসলামিক ফাউন্ডেশন কালেমা খচিত পতাকা উড়িয়ে আলোকসজ্জার আয়োজন করে।
এছাড়া পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) উদ্যাপন উপলক্ষে গতকাল বৃহস্পতিবার চাঁদপুুর শহর, হাজীগঞ্জসহ বিভিন্ন এলাকায় বিশাল জশ্নে জুলুছ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শিরোনাম:
শুক্রবার , ১৮ এপ্রিল, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৫ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।