চাঁদপুর নিউজ :ধর্মীয় ভাব-গাম্ভীর্য ও এবাদত-বন্দেগির মধ্যদিয়ে আজ বুধবার দিবাগত রাতে দেশব্যাপী পবিত্র শবে কদর পালিত হবে। ‘হাজার মাসের চেয়ে উত্তম’ পবিত্র লাইলাতুল কদর সমগ্র মানবজাতির জন্য অত্যন্ত বরকতময় ও পুণ্যময় রজনী।
পবিত্র কদর রাতে মহান রাব্বুল আলামিন কুরআন নাজিল করেন। তাই কদরের গুরুত্ব ও ফজিলত অত্যধিক।
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এ উপলক্ষে আজ ওয়াজ মাহফিল ও বিশেষ মোনাজাতের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। রাষ্ট্রপতি মোঃ জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া মহামহিমান্নিত রজনী পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন। এ উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার সরকারি ছুটি থাকবে।
সারাদেশের মসজিদে মসজিদে দোয়া মাহফিলের মধ্য দিয়ে আজ অতিবাহিত হবে ।
চাঁদপুর নিউজ সংবাদ