চাঁদপুর-৩ নির্বাচনী এলাকার সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ডাঃ দীপু মনি দু’ দিনের সফরে আজ ৩১ অক্টোবর চাঁদপুরে আসছেন। সকাল ৭টায় তিনি ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে সড়ক পথে রওয়ানা হয়ে সাড়ে ৯টায় চাঁদপুর সার্কিট হাউজে এসে পৌছবেন। সকাল ১০টায় খলিসাডুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্মিত ভবন উদ্বোধন করবেন। সকল সাড়ে ১০টায় ৬নং মৈশাদী ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন। উদ্বোধন শেষে নেতাকর্মীদের সাথে মতবিনিময় ও গণসংযোগ করবেন। দুুপুর ১২টায় ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের বিশেষ ভিজিএফ এর চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন। এরপর নেতাকর্মীদের সাথে মতবিনিময় ও ইউনিয়নে গণসংযোগ করবেন। বিকেল ৩টায় চান্দ্রা ইউনিয়নে বিশেষ ভিজিএফএর চাল বিতরণের কার্যক্রমের উদ্বোধন ও নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে ইউনিয়নে গণসংযোগ করবেন। বিকেল সাড়ে ৪টায় ১৩নং হানারচর ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করবেন এবং নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে গণসংযোগ করবেন। সন্ধ্যা ৭টায় জেলা শ্রমিক লীগ ও জেলা মহিলা আওয়ামী লীগের সর্বস্তরের নেতৃবৃন্দের সাথে সার্কিট হাউজে মতবিনিময় করবেন। রাত সাড়ে ৮টায় জেলা তরুণলীগ ও জেলা হকার্সলীগের সর্বস্তরের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়, রাত ৯টায় জেলা স্বেচ্ছাসেবকলীগের সকল স্তরের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়, রাত ১০টায় ৯নং বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করবেন। পরের দিন ১ নভেম্বর শুক্রবার সকাল ১০টায় হাইমচর উপজেলা কৃষকলীগের উদ্যোগে মহিলা সমাবেশে যোগদান করবেন। দুপুর ১১ টায় হাইমচরে বিভিন্ন কর্মসূচিতে যোগদান করােবন। দুপুর ১টায় বাজাপ্তি রমনীমোহন নবনির্মিত ফ্লাড শেল্টার উদ্বোধন করবেন। বিকেল সাড়ে ৩টায় জেলা আওয়ামী লীগ কার্যালয় সম্মুখে মহাজোটের উদ্যোগে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। সন্ধ্যা সাড়ে ৭টায় চাঁদপুর সদর, হাইমচর ও পৌর এলাকার প্রাইমারী স্কুল শিক্ষক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করবেন। রাত ৮টায় চাঁদপুর সদর, হাইমচর ও পৌর এলাকার বেসরকারী হাই স্কুল শিক্ষক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করবেন। রাত সাড়ে ৮টায় চাঁদপুর সদর, হাইমচর ও পৌর এলাকার বেসরকারী কলেজ শিক্ষক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করবেন। রাত সাড়ে ৯টায় ছাত্রনেতাদের সাথে মতবিনিময় করবেন। পরদিন ২ নভেম্বর সকাল ১০টায় নতুন বাজার বঙ্গবন্ধু ফাউন্ডেশন কার্যালয়ে চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ ও সকল ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীদের সাথে মতবিনিময় করবেন। পরে তিনি ঢাকার উদ্দেশ্যে চাঁদপুর ত্যাগ করবেন।
শিরোনাম:
সোমবার , ১৭ মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৩ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।