জাতীয় শিক্ষা সপ্তাহে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে শতভাগ ভর্তি নিশ্চিত করনের লক্ষে প্রাথমিক শিক্ষার সমস্যা ও সমাধান বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল বেলা ১২টায় হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক ইন্দু ভূষন দেব। তিনি বক্তব্যে বলেন, চাঁদপুর জেলার শিক্ষার পরিবেশ অত্যন্ত ভাল। আমি এখানে দীর্ঘ সময় চাকুরী করে গিয়েছি। তাই এ জেলার সাথে আমার একটি আত্মার সম্পর্ক রয়েছে। আমি এখনো ঢাকার বিভিন্ন স্কুল পরিদর্শনে গেলে চাঁদপুরের উদাহরন টানি। কারন চাঁদপুরের শিক্ষা প্রতিষ্ঠানগুলো শুধু শিক্ষার ক্ষেত্রেই নয়, সাহিত্য, খেলাধূলাসহ সকল ক্ষেত্রে তাদের মান উত্তর উত্তর বৃদ্ধি করে জেলার সুনাম দেশব্যাপী ছড়িয়ে দিচ্ছে। তিনি শিক্ষদের উদ্দেশ্যে বলেন, আপনারা শুধু নিজের উন্নতি ও উন্নয়নের কথা চিন্তা না করে প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করবেন, তাহলে দেখবেন আপনা আপনি আপনার উন্নয়ন হচ্ছে। বর্তমান সরকার প্রাথমিক শিক্ষার মান ও এর সাথে জড়িত সকল কর্মকর্তা কর্মচারীদের উন্নয়নে কাজ করে যাচ্ছে। অতীতে কোন শিক্ষা প্রতিষ্ঠানে দপ্তরি ছিল না। শিক্ষদেরকেই ক্লাশ শেষে ঘন্টা বাজাতে হতো। এখন প্রতিষ্ঠানগুলোদে দপ্তরি নিয়োগ দেওয়া হয়েছে। বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের জন্য চার রঙ্গা নতুন বই দেওয়া হচ্ছে। এসকল অনেক কাজই বিগত ৫ থেকে ৬ বছরের মধ্যে হয়েছে। আমার বিশ্বাস সরকার এ অধিদপ্তরের উন্নয়নে আরো ব্যাপক ভূমিকা রাখবে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আক্তার হোসেনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষা কর্মকর্তা কে এম মোস্তাক আহমেদের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এম এ ওয়াদুদ, হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালানা পরর্ষদের সভাপতি শফিউদ্দিন আহমেদ, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা নাজমা বেগম, জেলা শিক্ষা অফিসের রিসোর্স কর্মকর্তা উত্তম কুমার ঢালী, উপজেলা শিক্ষা কর্মকর্তা এ কে এম মিজানুর রহমান, হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সাবেক প্রধান শিক্ষক হাফেজ আহমেদ, জেলার শ্রেষ্ঠ শিক্ষক ষোলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোস্তফা কামাল বাবুল, জাতীয় পর্যায়ে জেলার শ্রেষ্ঠ শিক্ষক মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নুরুন নাহার আক্তার বকুল, জাতীয় পর্যায়ে আন্তঃজেলা সাহিত্য প্রতিযোগিতায় কবিতা আবৃতিতে প্রথম স্থান অধিকারী ৫৫নং খলিশাডুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী শেহরিদ সহীদ হৃদিতা কবিতা আবৃতি করে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন শিক্ষক আব্দুর রহিম। গীতা পাঠ করেন কচুয়া জগৎপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিপ্রা রানী সরকার। কর্মশালায় এছাড়াও সকল উপজেলার শিক্ষা কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।