বিশিষ্ট আলেমে দ্বীন, চ্যানেল আই’র কাফেলা অনুষ্ঠানের উপস্থাপক, আহলে সুন্নাত ওয়াল জামায়াত ও বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য মাওঃ নুরুল ইসলাম ফারুকীকে গতকাল বুধবার রাতে তার বাসায় ঢুকে একদল দুর্বৃত্ত জবাই করে হত্যা করে। প্রখ্যাত এই আলেমের হত্যাকাণ্ডের খবরে চাঁদপুর জেলার ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে ক্ষোভ ও প্রতিবাদের ঝড় উঠে। এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য পীরে তরিকত মাওঃ সৈয়দ জাহান শাহ মোজাদ্দেদী, প্রেসিডিয়াম সদস্য মাওঃ আবু সুফিয়ান খান আবেদী আল কাদেরী, প্রেসিডিয়াম সদস্য হাফেজ মাওঃ জুনায়েদুল হক নক্সবন্দী, আহলে সুন্নাত ওয়াল জামায়াত চাঁদপুর জেলা শাখার সভাপতি ড. একেএম মাহবুবুর রহমান, ইসলামী ফ্রন্ট চাঁদপুর জেলা সভাপতি অধ্যক্ষ মুফতি আবদুর রব আল কাদেরী, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু জাফর মোঃ মাঈনুদ্দিন, জেলা জমইয়াতে হিযবুল্লাহর সভাপতি হাজী আবদুল আহাদ, সেক্রেটারী মাওঃ সাইফুদ্দিন খন্দকার, ইসলামী ছাত্রসেনা চাঁদপুর জেলা সভাপতি ফখরুদ্দিন, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল বাকীসহ নেতৃবৃন্দ।