জাঁকজমকপূর্ণ আয়োজনে এবং উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে পর্দা উঠেছে চাঁদপুর জেলার দ্বিতীয় প্রাচীনতম ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের দশ যুগপূর্তি ও দ্বিতীয় পুনর্মিলনী উৎসব। দুদিনব্যাপী এ উৎসবের প্রথমদিন গতকাল শুক্রবার বিকেল ৪টায় উৎসবের শুভ সূচনা হয়। আজ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি এবং উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।
গতকাল সকাল থেকেই বিদ্যালয় প্রাঙ্গণে প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পদচারণায় উৎসবমুখর হয়ে উঠে গোটা বাবুরহাট এলাকা। বর্ণিল র্যালির পর পতাকা উত্তোলন, বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়ানো হয়। এরপর অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সবশেষে ছিলো সাংস্কৃতিক অনুষ্ঠান। এর মাঝে বর্ণিল আতশবাজির ঝলকানিতে বাবুরহাট ও আশপাশের এলাকা উৎসবে পরিণত হয়।
উদ্যাপন পরিষদের আহ্বায়ক শহীদ উল্লাহ মাস্টারের সভাপ্রধানে আলোচনা সভায় বক্তব্য রাখেন উৎসবের মুখ্য আলোচক ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও বিদ্যালয়ের প্রাক্তন কৃতী শিক্ষার্থী ড. মোঃ সবুর খান। তিনি তাঁর বক্তব্যে বলেন, একটি বিদ্যালয়ের ১২০ বছরপূর্তি সতিই ঈর্ষণীয়। আমি এ বিদ্যালয়ের ছাত্র হয়েও গর্বিত। এ অনুষ্ঠানের মাধ্যমে আমরা একত্রিত হতে পারছি, একে-অন্যের সাথে ভাব বিনিময় করতে পারছি এবং স্মৃতিচারণ করতে পারছি। এ বিদ্যালয়কে আমরা ভালোবাসি বলেই আমরা এ অনুুষ্ঠানে এসেছি। তিনি বলেন, এ বিদ্যালয়ের অনেক ঐতিহ্য রয়েছে, সাবেক শিক্ষক ও শিক্ষার্থীরা এ বিদ্যালয়ের জন্যে অনেক ত্যাগ স্বীকার করেছে। যাঁদের ত্যাগের বিনিময়ে বাবুরহাট উচ্চ বিদ্যালয় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। বর্তমান শিক্ষক ও শিক্ষার্থীদের তাঁদের দেখানো পথ অনুসরণ করে সামনে এগিয়ে যেতে হবে, তবেই এ বিদ্যালয়ের সুনাম ও ঐতিহ্য রক্ষা পাবে।
তিনি আরো বলেন, এ অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে বিভিন্ন বৃত্তি প্রদানের ব্যবস্থাসহ স্মরণীয় ব্যক্তিদের স্মরণ রাখতে হবে। এ এলাকার মুক্তিযোদ্ধা কালু শেখকে স্মরণীয় করে রাখতে তাঁর নামে বৃত্তি প্রদানের জন্যে আমি ২ লাখ টাকা প্রদান করবো এবং বিদ্যালয়ের সাংস্কৃতিক ফাউন্ডেশনের জন্যে ১০ লাখ টাকা প্রদান করবো। এ টাকা এফডিআর করে বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের পড়াশোনা ও সাংস্কৃতিক কর্মকা-ে বৃত্তি হিসেবে প্রদান করা হবে।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডাঃ মোঃ হাবিবুর রহমান, প্রাক্তন শিক্ষার্থী ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) রফিক উল্যা, সাবেক সচিব বীর মুক্তিযোদ্ধা মমিন উল্লাহ পাটোয়ারী বীর প্রতীক ও চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শহীদ পাটোয়ারী। আলোচনা সভার পর বিদ্যালয় ও স্থানীয় শিল্পীদের পরিচালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।