স্টাফ রিপোর্টার।। আজ থেকে পুরাণবাজারে তিন দিন ব্যাপী
চাঁদপুর ঐতিহাসিক ইসলামী মহা- সম্মেলনের মাহফিল শুরু হচ্ছে।মধুসূদন হাইস্কুল মাঠে ২৫,২৬ ও ২৭ ডিসেম্বর বুধ,বৃহস্পতি ও শুক্রবার প্রতিদিন বাদ আছর থেকে এ মাহফিল অনুষ্ঠিত হবে।
৪৬তম এ মাহফিলে সভাপতিত্ব করবেন বাহাদুরপুরের পীর সাহেব হযরত মাওঃ মবিন উদ্দিন আহমেদ নাওশীন মিয়া।প্রধান অতিথির বয়ান করবেন সৈয়দ আরশাদ রশিদী,দেওবন্দ ভারত।
এ ছাড়া এন্তেজামিয়া কমিটির দাওয়াত দেয়া আলেম- ওলামাগণ ধর্মিয় আলোচনা করবেন।
মাহফিলে সকল ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন এই ইসলামী সম্মেলন এন্তেজামিয়া কমিটির সভাপতি হাজী মোঃ কাশেম গাজী ও সাধারণ সম্পাদক জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক পৌর কাউন্সিলর মোহাম্মদ আলী মাঝি।
জানা যায়, ৪৭ হাজার টাকার দেনা নিয়ে এবারের মাহফিল আয়োজন করা হয়। কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মাঝি এক থেকে দেড় লক্ষ টাকা ব্যক্তিগতভাবে
মাহফিলের জন্য দিয়ে থাকেন।এন্তেজামিয়া কমিটির বতু,বাদল,সাগর,মামুন,আবু তাহের,শাওন,
পারভেজ,জুয়েল,রশিদসহ আরো অনেকে মাহফিল আয়োজনে বেশ পরিশ্রম করছেন।ঢাকা-চাঁদপুরসহ বিদেশ থেকেও মাহফিলের চাঁদা সংগ্রহ করছেন।
দুই বছর আগে তারা আল্লামা শফি সাহেবকে আনার জন্য প্রায় ১৭ লক্ষ টাকা ব্যয়ের মাহফিল আয়োজন করেছিলেন।
আগে এ মাহফিল পুরাণবাজার ঐতিহাসিক জামে মসজিদ কমিটির মাধ্যমে বাজারের ব্যবসায়িরা আয়োজন করতেন।
এখন এন্তেজামিয়া কমিটির বর্তমান সভাপতি কাশেম গাজী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মাঝির তত্ত্বাবধানে ভাইভাই ক্লাবের বতু ও বাদল মাহফিলের সঞ্চালক ও ক্যাশিয়ারের দায়িত্ব পালন করছেন বলে জানা যায়।
শিরোনাম:
শুক্রবার , ২৫ এপ্রিল, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১২ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।