চাঁদপুর প্রতিনিধ-
চাঁদপুর শহরের বড়স্টেশন মোলহেড এলাকায় মেঘনা-ডাকাতিয়া নদীর মোহনা ঝুঁকিমুক্ত হওয়ায় আজ মঙ্গলবার থেকে ফের চালু হয়েছে কয়লাঘাট লঞ্চ টার্মিনাল। টার্মিনালটি চালু হওয়ায় ঢাকা-চাঁদপুর-ইচলী, চাঁদপুর-নারায়ণগঞ্জসহ দেশের দক্ষিণাঞ্চলের যাত্রীবাহী লঞ্চগুলো এই টার্মিনাল দিয়ে চলাচল করবে। বিআইডাব্লিউটিএর চাঁদপুর নদীবন্দর কর্মকর্তা মুহাম্মদ মোবারক হোসেন জানান, এ বর্ষায় চাঁদপুর শহরের বড়স্টেশন মোলহেড এলাকায় মেঘনা-ডাকাতিয়া নদীর মোহনায় ঘূর্ণিস্রোত সৃষ্টি হলে ডাকাতিয়া নদীপারের কয়লাঘাটের টার্মিনাল বন্ধ ঘোষণা করা হয়।