চাঁদপুর নিউজ রিপোট
দশম জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ ২ ডিসেম্বর সোমবার। গতকাল রাতের সর্বশেষ সংবাদ হচ্ছে মনোনয়নপত্র দাখিলের সময়সীমা আর বাড়াচ্ছে না ইসি। গতকাল রোববার পর্যন্ত চাঁদপুরের পাঁচটি আসনের মধ্যে চাঁদপুর-২ ও চাঁদপুর-৫ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত দু’ প্রার্থী। এরা হচ্ছেন : চাঁদপুর-২ আসনে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এবং চাঁদপুর-৫ আসনে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম। এদিকে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রার্থীরা ছাড়াও গতকাল স্বতন্ত্র ক’জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের সবাই মনোনয়নপত্র তুলেছেন। আজ আওয়ামী লীগ ও জাতীয় পার্টি মনোনীত সবাই এবং স্বতন্ত্র ক’জন মনোনয়নপত্র জমা দেবেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে গতকাল যারা মনোনয়নপত্র তুলেছেন তারা হচ্ছেন : চাঁদপুর-২ আসনে জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এমএ ওয়াদুদ ও চাঁদপুর-৩ আসনে মমিন উল্লাহ পাটোয়ারী বীর প্রতীক। এছাড়া চাঁদপুর-৩ আসন থেকে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী এসএমএম আলম গতকাল জেলা নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র তুলেছেন।
২৫ নভেম্বর সোমবার দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন হচ্ছে আজ ২ ডিসেম্বর সোমবার। মনোনয়নপত্র বাছাই ৫ ও ৬ ডিসেম্বর এবং প্রত্যাহারের শেষ দিন ১৩ ডিসেম্বর শুক্রবার। আর ভোটগ্রহণ ৫ জানুয়ারি ২০১৪ রোববার। বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট এই তফসিল প্রত্যাখ্যান করে এবং নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবিতে দেশব্যাপী লাগাতার অবরোধ কর্মসূচি চালিয়ে যাচ্ছে। প্রথম ৪৮ ঘণ্টা অবরোধের ডাক দিয়ে অবরোধ চলা অবস্থায়ই আরো ২৩ ঘণ্টা বাড়িয়ে ৭১ ঘন্টার অবরোধ কর্মসূচি পালন করে ১৮ দলীয় জোট। এই টানা ৭১ ঘণ্টার অবরোধ শেষ হওয়ার পর মাঝে শুক্রবার বিরতি দিয়ে ৩০ নভেম্বর শনিবার ভোর ৬টা থেকে আবার ৭২ ঘণ্টার দেশব্যাপী অবরোধ কর্মসূচি দেয় ১৮ দলীয় জোট। অর্থাৎ মনোনয়নপত্র দাখিলের শেষ দিনসহ পরদিন মঙ্গলবার ভোর ৬টা পর্যনত্দ এ অবরোধ কর্মসূচি দেয়া হয়।
এদিকে রাজনৈতিক পর্যবেক্ষক এবং অভিজ্ঞ মহলের মন্তব্য হচ্ছে, ১৮ দলীয় জোট যদি মনোনয়নপত্র উত্তোলন ও জমাদানকে ঠেকানোর জন্যই এই লাগাতার অবরোধ কর্মসূচি দিয়ে থাকে তাহলে বলতে হবে তাদের এ কর্মসূচি সফল হচ্ছে না। কারণ আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ এবং জমা তো ঠিকই চলছে। তবে এই নির্বাচনে দেশের একটি প্রধান রাজনৈতিক দল বিএনপি এখনো পর্যন্ত অংশগ্রহণের সিদ্ধান্ত না নেয়ায় নির্বাচনে তেমন কোনো উত্তাপ নেই এবং উৎসাহ-উদ্দীপনা ও স্বতস্ফূর্ততা নেই।