মিনু রহমান
আজ আমার মন ভালো নেই……..
আমি জোসনার আলো ধরে
রেখেছি মনের ঘরে
তবু দেখি অন্তরে আলো নেই
তুমি ছাড়া আজ মন ভালো নেই. . .
কাজের ক্লান্তি ঝেড়ে
সবাই ঘরেতে ফেরে
আঁধার আমার ঘরে
তুমি এসে দীপ শিখা জ্বালো নাই
তুমি ছাড়া আজ মন ভালো নেই. . . . . .
ব্যথার মাঝে তোমাকে চাই
লোনা জলে সাঁতরাই
তরীখানা ডুবে যায়
হাতে নায়ের বৈঠা হাল নেই
তুমি ছাড়া আজ মন ভালো নেই. . . . . .
চূড়ান্ত বিচারে হয়েছি দোষি
দৈনিক বঞ্চনা নিয়ে বাঁচি
চলছে শোকের এ জীবন
যেভাবেই থাকি তোমাকে চাই
তুমি ছাড়া আজ মন ভালো নেই. . . . . .
অপেক্ষায় সন্মোহিত একা
কুমারী চাঁদ ভাসেনি আজ