মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও সালাউদ্দিন কাদের সাকা চৌধুরীর ফাঁসি আজ রাতেই কার্যকর করা হবে।
ডিএমপির অতিরিক্ত কমিশনার সৈয়দ মরুফ হাসান কারাফটকে সাংবাদিকেদের এ তথ্য জানান। তিনি বলেন, পরিবারের ইচ্ছা দু’জনেরই মরদেহ তাদের গ্রামের বাড়িতে দাফন করা হবে।
এর আগে সরকারের উচ্চ পর্যায়ের একটি সূত্র নিশ্চিত করেছে, যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী এবং আলী আহসান মো. মুজাহিদ প্রাণভিক্ষা চেয়ে যে আবেদন করেছিলেন, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তা নাকচ করে দিয়েছেন।
কারা কর্তৃপক্ষের মাধ্যমে আনা সাবেক এই দুই মন্ত্রীর প্রাণভিক্ষার আবেদন নিয়ে আইন সচিব ও স্বরাষ্ট্র সচিব এক ঘণ্টা বঙ্গভবনে ছিলেন।
ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি সাবেক এই দুই মন্ত্রীর আইনি লড়াই চূড়ান্ত নিষ্পত্তির পর তাদের শেষ সুযোগ ছিল দোষ স্বীকার করে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাওয়া।
তাদের এই আবেদনও নাকচ হওয়ায় এখন দণ্ড কার্যকর করবে কারা কর্তৃপক্ষ। শেষ দেখা করতে সালাউদ্দিন কাদের এবং মুজাহিদের পরিবার ইতোমধ্যে কারাগারে পৌঁছেছেন।