কুমিল্লা প্রতিনিধি
রেলমন্ত্রী মুজিবুল হক মুজিব ও হনুফা আক্তার রিক্তার গায়ে হলুদ আজ বুধবার। ঢাকার শেরেবাংলা নগর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশনে গায়ে হলুদ অনুষ্ঠিত হবে। আগামী ৩১ অক্টোবর কনের পিত্রালয় চান্দিনা উপজেলার গল্লাই ইউনিয়নের মিরাখলা গ্রামে বিয়ে অনুষ্ঠান হবে। বর বেশে রেলপথমন্ত্রী ঢাকার বেইলি রোডের সরকারি বাসভবন থেকে বরযাত্রী নিয়ে চান্দিনার মিরাখোলা গ্রামে যাবেন। এ ছাড়া কুমিল্লা ও চৌদ্দগ্রামের বরযাত্রীরা সরাসরি চান্দিনায় বিয়ে বাড়িতে চলে যাবেন। বিয়ে বাড়িতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এ উপলক্ষে ইতিমধ্যে দুটি গেট তৈরির কাজ শেষ হয়েছে। প্যান্ডেল তৈরির কাজ চলছে। চলছে আলোকসজ্জার কাজও। বিয়ের প্যান্ডেলে একটি গেট দিয়েই প্রবেশ এবং বের হওয়ার ব্যবস্থা থাকবে। নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে কনেপক্ষের ১০০ জন স্বেচ্ছাসেবক কাজ করবেন। এ ছাড়া পুলিশও নিরাপত্তার দায়িত্ব পালন করবে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুটুম্বপুর বাসস্টেশন থেকে কনের বাড়ি পর্যন্ত বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন থাকবে। তারা ভিআইপিসহ অতিথিদের নিরাপত্তা নিশ্চিত করবেন। অতিথিদের রিসিভ করার জন্য বিয়ে বাড়ির প্রধান গেটে উভয়পক্ষ থেকে একাধিক ব্যক্তি দায়িত্ব পালন করবেন। তারা অতিথিদের আমন্ত্রণের বিষয়টি নিশ্চিত করে ভেতরে প্রবেশের সুযোগ দেবেন। নিমন্ত্রণ ছাড়া কোনো ব্যক্তি বিয়ে বাড়িতে প্রবেশ করার সুযোগ পাবেন না।
জানা গেছে, গায়ে হলুদের জন্য ঢাকার শেরেবাংলা নগর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশনে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গায়ে হলুদের আগেই গত সোমবার বরের বাড়ি চৌদ্দগ্রামের শ্রীপুর ইউনিয়নে বসুয়ারা গ্রাম থেকে কনের বাড়ি চান্দিনা উপজেলার মিরাখোলা গ্রামে সুসজ্জিত মাঙ্গলিক ডালা পাঠানো হয়েছে। এতে কনের জন্য নাকফুল, প্রসাধনীসহ গায়ে হলুদের সাজানি, হলুদের শাড়ি, জুতা ইত্যাদি পাঠানো হয়। এদিকে কনেপক্ষ গায়ে হলুদের দিন মাঙ্গলিক ডালাসজ্জিত করে ঢাকায় নিয়ে যাবে।
গায়ে হলুদের জন্য ৩টি মঞ্চ তৈরি করা হয়েছে। একটিতে বর মুজিবুল হকের গায়ে হলুদ দেয়া হবে, আরেকটিতে কনে হনুফা আক্তার রিক্তার গায়ে হলুদ দেয়া হবে। অপর মঞ্চে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ হবে। সাংস্কৃতিক অনুষ্ঠানের সমন্বয়ক জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ এমপি। ওই মঞ্চে দেশের স্বনামধন্য শিল্পী আঁখি আলমগীর, কণা ও লিজা গান পরিবেশন করবেন।
জাতীয় সংসদের মহিলা এমপি তারানা হালিমের নেতৃত্বে ৭ মহিলা এমপি রয়েছেন এ গায়ে হলুদের দায়িত্বে। তারাই সব কিছু করছেন। গায়ে হলুদে থাকবে অন্তত ৭-৮শ’ লোকের আয়োজন। গায়ে হলুদের খাবারের মেন্যুতে রয়েছে প্রথমে সমুচা, সিঙ্গাড়া, চটপটি, চা ও কফি। আর দুপুরে পোলাও, মোরগ ও দই। ঢাকায় গায়ে হলুদের অনুষ্ঠান বিকেল ৪টায় শেষ হওয়ার কথা রয়েছে।
শিরোনাম:
বুধবার , ২৬ মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১২ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।