প্রতিনিধি
আজ পবিত্র জুমাতুল বিদা। এ উপলক্ষে ঐতিহাসিক হাজীগঞ্জ বড় মসজিদে ঘটবে লাখো মুসল্লির সমাবেশ। এমনটাই আশা করছে মসজিদ কর্তৃপক্ষ। মুসল্লিদের শান্তিপূর্ণভাবে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদ কর্তৃপক্ষ ইতিমধ্যে সকল প্রস্ততি সম্পন্ন করেছে
জানা যায়, প্রতি বছরের চেয়ে এবারের আয়োজন আরো ব্যাপক। মসজিদ কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে আজ শুক্রবার সকাল ৮টার মধ্যে হাজীগঞ্জ বাজারের রাস্তা পরিষ্কার করে দেবে পৌর কর্তৃপক্ষ। এর পরেই শুরু হবে মূল কাজ। মসজিদের মূল অংশ ছাড়া মসজিদের সামনের বিশাল মাঠে ইতিমধ্যে সামিয়ানা টানানো হয়েছে। এর বাইরে হাজীগঞ্জ কামিল মাদ্রাসা মাঠ, কওমী মাদ্রাসা ভবন, রজনীগন্ধা মার্কেট, চাঁদপুর-কুমিল্লা মহাসড়ক, হাজীগঞ্জ টাওয়ার, হাজীগঞ্জ প্লাজাসহ তৎসংলগ্ন এলাকায় মুসল্লিদের জন্য নামাজের স্থান নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া বাজারের বিভিন্ন দোকানে, মার্কেটের গলিগুলো নামাজের সময় কানায় কানায় পূর্ণ হয়ে যাবে মুসল্লিতে। দুপুরের দিকে মুসল্লিদের কারণে বন্ধ হয়ে যাবে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের হাজীগঞ্জ বাজার অংশ।
ঐতিহাসিক হাজীগঞ্জ বড় মসজিদের ম্যানেজার আমির হোসাইন জানান, আইনশৃঙ্খলা রক্ষার্থে হাজীগঞ্জ থানা পুলিশের পাশাপাশি চাঁদপুর থেকে আসা পুরুষ পুলিশের পাশাপাশি মহিলা মুসল্লিদের নামাজের স্থানে মহিলা পুলিশ দায়িত্ব পালন করবে। নামাজের অযুর জন্য মসজিদের বড় বড় ৩টি ওযুখানার পাশাপাশি বাজারের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি অস্থায়ী ওযুখানা তৈরি করবে রোটারী ক্লাব অব হাজীগঞ্জ।
নামাজের সময় হাজীগঞ্জ বাজার এলাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করবে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি। মসজিদের ৪০জন স্টাফ সার্বক্ষণিক সকল কাজ তদারকি করবেন।
হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আহসান হাবীব অরুণ চাঁদপুর কণ্ঠকে জানান, বাজারের সকল ব্যবসায়ী মুসল্লিদের নামাজের সময় তাদের দোকানের সামনে স্থান করে দেবে এমন নির্দেশনা ইতিমধ্যে আমরা সকল ব্যবসায়ীকে দিয়ে দিয়েছি।
এ বিষয়ে ঐতিহাসিক হাজীগঞ্জ বড় মসজিদের মোতওয়াল্লী ড. আলমগীর কবির পাটোয়ারী জানান, আল্লাহ চাহেতো আবহাওয়া ভালো থাকলে লক্ষাধিক মুসল্লির সমাবেশ ঘটবে। আর মুসল্লিদের নিরাপত্তাসহ সকল প্রস্তুতি ইতিমধ্যে আমরা সম্পন্ন করেছি।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহ আলম জানান, আমরাসহ জেলা থেকে মহিলা পুলিশ মিলিয়ে মোট ৫০জন পুলিশ মুসল্লিদের নিরাপত্তার কাজে নিয়োজিত থাকবে। আশা করি কোনো সমস্যা হবে না।