চাঁদপুর নিউজ রিপোর্ট
আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। এ উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ চাঁদপুর জেলা শাখার উদ্যোগে সকাল ৭টায় মরহুম আব্দুল করিম পাটোয়ারী সড়ক (সাবেক কুমিল্লা রোড) দলীয় কার্যালয়ের সম্মুখে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান এবং জাতীয় ও কালো পতাকা উত্তোলন করা হবে।
বিকেল ৩টায় দলীয় কার্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। জেলা আওয়ামী লীগ কর্তৃক গৃহীত কর্মসূচিতে দলের সকল পর্যায়ের নেতা-কর্মী ও সমর্থকদের উপস্থিত থাকার জন্যে অনুরোধ জানিয়েছেন সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটোয়ারী।