চাঁদপুর নিউজ রিপোর্ট:
চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ নির্বাচন কমিশনালয় ঘোষিত তফসিল অনুযায়ী আজ ২৩ মার্চ রোববার চতুর্থ দফা নির্বাচনে শাহরাস্তি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। জেলার ৮টি উপজেলার মধ্যে ইতিমধ্যে ৬টি উপজেলা নির্বাচন শেষ হয়েছে। একমাত্র সীমানা জটিলতার কারণে হাইমচর উপজেলা নির্বাচন হাইকোর্টের নির্দেশে স্থগিত রয়েছে। শাহরাস্তি উপজেলা পরিষদ নির্বাচন হলে ৭টি উপজেলা নির্বাচন সম্পন্ন হবে। এদিকে শাহরাস্তি উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষে এবং মডেল নির্বাচন উপহার দিতে প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
নির্বাচনে লড়াই হবে চলমান চেয়ারম্যান ও আওয়ামী সমর্থিত প্রার্থীর। নির্বাচন সংক্রান্ত বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার এটিএম কাউছারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, যেহেতু এ জেলার মধ্যে একমাত্র শাহরাস্তি উপজেলা পরিষদ নির্বাচন হচ্ছে, সেই কারণে এ উপজেলা নির্বাচনটি হবে ব্যাতিক্রমি নির্বাচন। যেমন এ নির্বাচনটি মডেল নির্বাচন হিসেবে আমরা জেলাবাসীর কাছে প্রমাণ করতে চাই। এ জন্য আমাদের পক্ষ থেকে ৩ স্তরে নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী তাদের অবস্থান নিয়েছেন। তাছাড়া ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো কথা মাথায় রেখে আইন শৃঙ্খলা বাহিনী সেভাবেই প্রস্তুতি রাখা হয়েছে। এ উপজেলার নির্বাচনে ১৫ জন ম্যাজিস্ট্রেটকে নিয়োগ দেয়া হয়েছে। প্রতি ৩ থেকে ৪টি অর্থাৎ যে কেন্দ্র গুলো কাছাকাছি এমন ৪টি কেন্দ্র মিলে ১ জন ম্যাজিস্ট্রেট আর দুরবর্তী ৩টি কেন্দ্রে ১ জন ম্যাজিস্ট্রেট এভাবে সাজানো হয়েছে। মোট ৭৭টি কেন্দ্রের জন্য পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সাধারণ জনগণ যেনো তাদের ভোটাধিকার প্রয়োগ করতে কোন ধরর্ণে বাঁধার সম্মুখীন না হন। এছাড়াও পুলিশ স্টাইকিং ফোর্স সেনাবাহিনী, বিজিবি ও র্যাব সদস্যরা আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকবে।
প্রতি কেন্দ্রে ৫ জন পুলিশ, ৩ জন আনসার সদস্য ও আইন শৃংখলার দায়িত্বে নিয়োজিত টহলবাহিনী কাজ করবে। উপজেলার ৫৭টি কেন্দ্রের মধ্যে ১৪টি কেন্দ্রকে অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ঝুঁকি বলতে কোন কথা নেই। যেহেতু জেলার মাত্র একটি উপজেলা নির্বাচন সেই কারণে মডেল নির্বাচন উপহার দিতে আমাদের পক্ষ থেকে ৩ স্তরের নিরপত্তার বলয় সৃষ্টি করা হয়েছে। সেই কারণে ঝুঁকিপূর্ণ কথাটি বলা ঠিক না। তারপরও বলব এ উপজেলা নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আমরা সকলের আন্তরিক সহযোগিতা চাই।
জেলা রির্টানিং অফিসার মোহাম্মদ নূরুল্লাহ নূরী জানান, নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন। আজ সকল ভোটররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তবে উপজেলার শান্তি শৃংখলা বিনষ্টকারী এমন ব্যাক্তিদের শুক্রবার দিবাগত রাতে প্রাথমিক শাস্তি প্রদান করেছেন।
শিরোনাম:
বুধবার , ৩০ এপ্রিল, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১৭ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।