গ্রাহকদের লেনদেনের সুবিধার্থে আজ শুক্রবার দেশের সব ব্যাংক খোলা থাকবে। এক বিজ্ঞপ্তি জারির মাধ্যমে গতকাল বৃহস্পতিবার এ নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই বিজ্ঞপ্তিতে আগামীকাল শনিবার পোশাকশিল্প এলাকায় ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত বাতিল করা হয়।
আজ নামাজ ও মধ্যাহ্ন ভোজের বিরতির সময়টুকু বাদে অন্যান্য দিনের মতোই স্বাভাবিক লেনদেন করবে তফিসিলি ব্যাংকগুলো। গত সপ্তাহে বিরোধীদলীয় জোটের টানা অবরোধ কর্মসূচি থাকায় ব্যাংকিং লেনদেনে বড় ধরনের বাধার সৃষ্টি হয়।
জানা গেছে, পর্যাপ্ত নিরাপত্তার অভাবে অধিকাংশ ব্যাংক তাদের প্রধান কার্যালয় থেকে শাখা পর্যায়ে টাকা স্থানান্তর করতে পারেনি। একই কারণে এটিএম বুথেও টাকা ভরতে পারেনি। ফলে গত শনিবার থেকে শুরু হওয়া অবরোধের দ্বিতীয় দিন অর্থাৎ গত রবিবার থেকেই বিভিন্ন ব্যাংকের এটিএম বুথের টাকা শেষ হয়ে যায়। এ ছাড়া সোমবার ও মঙ্গলবারের দিকে দূর-দূরান্তের ব্যাংক শাখার নগদ টাকা ফুরিয়ে যায়। ফলে নগদ টাকা তোলা নিয়ে বড় ধরনের বিড়ম্বনায় পড়ে গ্রাহকরা।
গ্রাহকদের স্বার্থের কথা বিবেচনা করে শুক্রবার ব্যাংক খোলা রাখার নির্দেশ দিলেও এ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। তাঁরা বলছেন, অবরোধের মধ্যেও সারা সপ্তাহ কাজ করেছেন। জীবনের ঝুঁকি নিয়ে অফিসে আসা-যাওয়া করেছেন। এর পরও ছুটির দিনে কাজ করতে হলে তাঁদের ব্যক্তিগত অনেক কাজ পড়ে থাকবে।
বেসরকারি একটি বাণিজ্যিক ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তা মেহেদি হাসান কালের কণ্ঠকে বলেন, গতকাল সন্ধ্যায় বাড়ি যাওয়ার পরিকল্পনা করে অফিসে আসেন তিনি। সেইমতো বাসের টিকিটও কেটে রেখেছিলেন। তবে দুপুরে এই ঘোষণা আসার পর তাঁকে যাত্রা বাতিল করতে হয়েছে।
শিরোনাম:
মঙ্গলবার , ১৪ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।