শুভ হিজরি নববর্ষ। আজ ১ মহররম হিজরি সালের প্রথম দিন। আজ থেকে শুরু হলো ১৪৩৮ হিজরি। এ হিসেবে ১০ মহররম পবিত্র আশুরা দিবস পালিত হবে ১২ অক্টোবর বুধবার। গতকাল রোববার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে মহররমের চাঁদ দেখা গেছে বলে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃপক্ষ চাঁদপুর কণ্ঠকে জানিয়েছে।
আরবি মাসের প্রথম মাস মহররম। এ মাসে আছে ইসলামের ইতিহাসে বহু ঘটনা। তার মধ্যেউল্লেখযোগ্য হচ্ছে- ইসলামকে টিকিয়ে রাখতে ইমাম হোসাইন (রাঃ)সহ ৭২জন আহলে বাইত (প্রিয় নবীর বংশের) ১০ মহররম কারবালার প্রান্তরে পাপিষ্ট এজিদ বাহিনীর হাতে শাহাদাত বরণ করেছেন। সেদিন সত্য ও মিথ্যার লড়াইয়ে সত্য প্রতিষ্ঠিত হয়েছিলো। আর প্রতিটি নতুন বছরই মুসলিম উম্মাহকে মনে করিয়ে দেয় হযরত হোসাইন (রাঃ)-এর শহীদ হবার কথা।মুসলমানরা হিজরি নববর্ষকে বরণ করে নিতে ৮ রাকাত নফল নামাজ পড়ে। আল্লাহর কাছে ফরিয়াদ জানায়। এছাড়া এদিনে ভালো খাবার পরিবেশন করে পরিবারের সবাই মিলে খাওয়া এবং গরিব মিসকিনদের বিতরণ করা অনেক ছাওয়াবের কাজ।