বিশেষ প্রতিনিধি :আজ ১৬ ডিসেম্বর। মহান বিজয় দিবস। বিজয়ের ৪১ বছর পূর্তি। ১৯৭১ সালে দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের আত্মত্যাগের বিনিময়ে এ দিনে অর্জিত হয়েছিলো আমাদের কাঙ্ক্ষিত বিজয়। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের মধ্য দিয়ে সূচনা হয়েছিলো স্বাধীনতা আন্দোলন। এ আন্দোলনের চূড়ান্ত পরিণতিতে ১৯৭১ সালে সংঘটিত হয় ৯ মাসের মুক্তিযুদ্ধ।
এদেশের সর্বস্তরের মানুষ ১৯৭১ সালের ৭ মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের পর প্রস্তুতি নিতে থাকে পাক হানাদার বাহিনীকে মোকাবেলা করার। ২৫ মার্চের কালো রাতে হানাদার বাহিনী এদেশের ঘুমন্ত নিরীহ বাঙালির ওপর হত্যাযজ্ঞ চালায়। তাদের এই নির্মম হত্যাযজ্ঞের কারণে বিশ্ববাসী হতভম্ব হয়ে পড়ে। শুরু হয় মুক্তিযুদ্ধ। পার্শ্ববর্তী বন্ধুপ্রতিম দেশ ভারত সরকার এগিয়ে আসে সহযোগিতার হাত বাড়িয়ে। পাক হানাদার বাহিনীকে পরাস্ত করে অর্জিত হয়েছে ১৬ ডিসেম্বর মহান বিজয়। বিজয় দিবসটি রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়ে থাকে প্রতি বছর।
বিজয়ের ৪১ বছরে এবার মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে চাঁদপুর জেলা সদরে স্থানীয় জেলা প্রশাসনের উদ্যোগে নেয়া হয়েছে দিনব্যাপী নানা কর্মসূচি। গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে: বিজয় দিবসের প্রথম প্রহরে গতকাল দিবাগত রাত ১২টা ০১ মিনিটে চাঁদপুরের মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য অঙ্গীকার পাদদেশে ২১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। এরপর অঙ্গীকার বেদীতে সকল শহীদ বীর মুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধা নিবেদন করে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পৌরসভা, স্বাস্থ্য বিভাগ, মুক্তিযোদ্ধা সংসদ, চাঁদপুর প্রেসক্লাব, জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ-সহযোগী সংগঠন, জেলা বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠন, জেলা জাতীয় পার্টি ও তার সহযোগী সংগঠন, জেলা গণফোরাম, জেলা বাসদ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসমূহে জাতীয় পতাকা উত্তোলন, সকাল সাড়ে ৮টায় চাঁদপুর স্টেডিয়ামে জেলা প্রশাসক কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের পর পর শুরু হবে পুলিশ, আনসার ভিডিপি, বিএনসিসি, ফায়ার সার্ভিস ও সিফিল ডিফেন্স, কারারক্ষী, রোভার স্কাউটস্, গার্লস গাইড ও কমিউনিটি পুলিশসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রী-ছাত্রী এবং অন্যান্য শিশু-কিশোর সংগঠনের কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ এবং এর পরপরই জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় শিশু-কিশোরদের অংশগ্রহণে ক্রীড়ানুষ্ঠান ও পুরস্কার বিতরণ। সকাল ১১টায় চাঁদপুর সার্কিট হাউজে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান এবং সকল সিনেমা হলে বিনামূল্যে ছাত্র-ছাত্রী ও শিশু-কিশোরদের জন্য মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী, ইসলামিক ফাউন্ডেশন ও সংশ্লিষ্ট উপ-কমিটির ব্যবস্থাপনায় সুবিধাজনক সময়ে সকল মসজিদে জাতির শান্তি, অগ্রগতি ও শহীদদের আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া এবং সকল মন্দির, গীর্জায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে।
দুপুর ১টা ৩০ মিনিটে সরকারি হাসপাতাল, এতিমখানা, জেলখানা, সরকারি শিশু পরিবার ও মূকবধির বিদ্যালয়ে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে। বিকেল সাড়ে ৩টায় পুরাণবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয় মাঠে পৌর প্যানেল মেয়র-এর ব্যবস্থাপনায় প্রীতি ভলিবল প্রতিযোগিতা, একই সময় চাঁদপুর সরকারি মহিলা কলেজ ভেনু্যতে জেলা মহিলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় মহিলাদের ক্রীড়ানুষ্ঠান এবং চাঁদপুর স্টেডিয়ামে জেলা প্রশাসক একাদশ বনাম পৌরসভা একাদশের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ, সন্ধ্যা সাড়ে ৬টায় মুক্তিযুদ্ধের বিজয় মেলা মঞ্চে মহান বিজয় দিবসের আলোচনা সভা এবং জেলা শিল্পকলা একাডেমীর ব্যবস্থাপনায় চাঁদপুরের সকল শিল্পীদের সমন্বয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আলোচনা সভার বিষয়বস্তু হচ্ছে: সুখী, সমৃদ্ধ, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গঠনের লক্ষ্যে ডিজিটাল পদ্ধতির সার্বজনীন ব্যবহার।
মহান বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানসহ সাংস্কৃতিক সংগঠনগুলো পৃথক পৃথক কর্মসূচি গ্রহণ করেছে। এছাড়া জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় চাঁদপুর সরকারি কলেজ ও পুরাণবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয় মাঠসহ জেলার গুরুত্বপূর্ণ স্থান সমূহে মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।
জেলা আওয়ামী লীগ
বাংলাদেশ আওয়ামী লীগ চাঁদপুর জেলা শাখার উদ্যোগে মহান বিজয় দিবস পালনে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে: বিজয় দিবসের প্রথম প্রহরে জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে মিছিল সহকারে রাত ১২টা ০১ মিনিটে মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য অঙ্গীকার বেদীতে পুষ্পস্তবক অর্পণ, সূর্যোদয়ের সাথে সাথে দলীয় কার্যালয় সম্মুখে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান, জেলা প্রশাসন আয়োজিত সরকারিভাবে গৃহীত সকল কর্মসূচিতে অংশগ্রহণ এবং সহযোগিতা প্রদান।
দলীয় ও সরকারি কর্মসূচিতে জেলা আওয়ামী লীগ, সদর উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগসহ সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মী এবং সর্বস্তরের মানুষজনকে উপস্থিত থাকার জন্যে অনুরোধ জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটোয়ারী।
জেলা বিএনপি
চাঁদপুর জেলা বিএনপি বিজয় দিবস পালনে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে ঃ বিজয় দিবসের প্রথম প্রহর রাত ১২টা ০১ মিনিটে অঙ্গীকারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, ভোর ৬টায় মেথারোডস্থ বিএনপি কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বিকেল ৩টায় দিবসের তাৎপর্য তুলে ধরে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত।
উক্ত কর্মসূচি সফল করতে দলীয় সকল পর্যায়ের নেতা-কর্মী ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার জন্যে অনুরোধ জানিয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহমেদ মানিক।