হটাৎ করে আবারো উত্তপ্ত হয়ে উঠেছে রাজনীতির মাঠ। যার ফলে টানা হরতালের ফাঁদে পড়েছে দেশ। শুরটা করেছিলো জামায়াত গত বৃহস্পতিবার ও রোববার ২দিনের হরতাল ডেকে। এবার তার সাথে যোগ হলো বিএনপি নেতৃত্বাধীন ২০দলীয় জোটের আজকের সকাল সন্ধা হরতাল।
১৬ই সেপ্টেম্বর বুদবার জামায়াতের নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাদন্ডকে কেন্দ্র করেই মূলত শুরু হয় আবারো রাজনৈতিক উত্তেজনা। এ রায় প্রত্যাখ্যান করে সাঈদীর মুক্তির দাবিতে বৃহস্পতিবার ও রোববার দেশব্যপী হরতাল আহ্বান করে জামায়াত। এর পর থেকেই মূলত দেশের রাজনৈতিক হিসাব পাল্টাতে শুরু করে। সাঈদীর ফাঁসির রায় বহাল না থাকায় গনজাগরণ মঞ্চ এবং খোদ সরকার দলীয় বিভিন্ন পর্যায়ের নেতাদের কাছ থেকে অভিযোগ আসে, সরকার ও জামায়াতের মধ্যে আতাতের ফলেই সাঈদীর রায় এমনটি হয়েছে। তবে বিএনপির কেন্দ্রীয় নেতারা বিষয়টি নিয়ে তেমন কোন মন্তব্য না করলেও দেশব্যাপী তাদের মাঠ পর্যায়ের নেতা-কর্মীদের মাঝে দেখা দেয় মিশ্র প্রতিক্রিয়া। তাদের আলোচনায় আসে সত্যি’ইকি জামায়াতের সাথে সরকারের কোন আতাতের ফলে এমনটি হচ্ছে? দলের তৃণমূল নেতাকর্মীরা যখন এমন প্রশ্নের উত্তর খুজতে শুরু করে, ঠিক তখনই হটাৎ করে জামায়াতের হরতাল শেষ হওয়ার সাথে সাথেই অনেকটা আচমকা আজ ভোর ৬টা থেকে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করে। বিচারপতিদের অপসারণের মতা জাতীয় সংসদের হাতে দিয়ে সংবিধানের ১৬তম সংশোধনী পাসের প্রতিবাদে শনিবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জোট নেতাদের উপস্থিতে এ হরতালের ঘোষণা দেন।
তবে ইতোপুর্বে বিভিন্ন সময়ে আগেরদিন হরতালের সমর্থনে মিছিল হলেও আজকের হরতালের সমর্থনে চাঁদপুর শহরে কোন মিছিল হতে দেখা যায়নি। যার ফলে দলটির সাধারণ নেতাকর্মীদের মাঝে দেখা যায় মিশ্র প্রতিক্রীয়া।
অন্যদিকে চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান মো. শফিকুজ্জামানের সাথে আলাপকালে তিনি জানান, আজকের হরতাল সফল করতে দলের সকল পর্যায়ের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে থাকবে।
শিরোনাম:
মঙ্গলবার , ১৭ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।