চাঁদপুর নিউজ রিপোর্ট
আজ ৭ নভেম্বর। এ দিবসটি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করবে বিএনপি। বিএনপির এক প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯৭৫ সালের আজকের দিনে দেশপ্রেমিক জনগণ ও সশস্ত্রবাহিনীর অকুতোভয় সেনারা দেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র নস্যাৎ করে ঐতিহাসিক সংহতি ও বিপ্লবের মাধ্যমে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব সমুন্নত রাখে। এতে বহু দলীয় গণতন্ত্র, বাক স্বাধীনতা ও জাতীয় ঐক্যের লক্ষ্যে বাংলাদেশী জাতীয়তাবাদ প্রতিষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে চাঁদপুর জেলা বিএনপি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। ভোর সাড়ে ৬টায় জেলা বিএনপি কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বিকেল তিনটায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্যের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হবে।