ফাহিম শাহরিন কৌশিক খান
চাঁদপুর শহরে জনতা ব্যাংকের ২য় তলায় মলম পার্টির খপ্পরে পড়ার নাটকীয় ঘটনা অবশেষে অবসান ঘটেছে। পৌর পার্ক এলাকার মহামেডান ক্লাব সংলগ্ন ঝোঁপ থেকে গভীর রাতে আত্মসাত করা ১৪ লাখ টাকা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে মডেল থানার পুলিশ।
গত বুধবার রাত দু’টায় তদন্তকারী কর্মকর্তা আনোয়ার, উপ-পরিদর্শক জাহাঙ্গীর সঙ্গীয় ফোর্স নিয়ে মোহামেডান ক্লাব সংলগ্ন ঝোঁপ থেকে আত্মসাত করা ১৪ লাখ টাকার একটি ব্যাগের ভেতরে রাখা অবস্থায় উদ্ধার করে। মূল আসামি কাজী ট্রেডার্সের ম্যানেজার নাসিমকে সাথে নিয়ে এ অভিযান পরিচালনা করেন পুলিশ।
গত বুধবার নাছিমকে পুলিশ ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরন করার পর দুই দিনের রিমান্ড মঞ্জুর হয়। নাছিমকে রিমান্ড এনে দফায় দফায় পুলিশের ঊর্দ্ধতন কর্মকর্তা, ডিবি পুলিশ ও মডেল থানা পুলিশ জিজ্ঞাসাবাদ করে ১৪ লাখ টাকা ছিনতাই নাটকীয় ঘটনার সর্ম্পকে নিশ্চিত হন। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে ১৪ লাখ টাকা ঝোঁপ থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ ব্যপারে চাঁদপুর পুলিশ সুপার আমির জাফরের কাছে জানতে চাইলে তিনি বলেন, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ঝোঁপ থেকে টাকাগুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে। এ ঘটনার সাথে যারা জড়িত রয়েছে তাদেরকে খুব দ্রুত গ্রেফতার করা হবে।
শিরোনাম:
শনিবার , ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৩ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।