মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ২নং আদুরভিটি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ে ২০১৩-১৫ সালের জন্য বিদ্যালয় পরিচালনা পরিষদ (এসএমসি) গঠনে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জহিরুদ্দিন এলাকার কাউকে না জানিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার একাধিক অভিভাবক অভিযোগ করেন, কবে স্কুলের কমিটি গঠন করা হয়েছে তা তারা জানেন না। এমনকি কোনো অভিভাবককেও প্রধান শিক্ষক চিঠি দিয়ে জানান নি। শুধু তাই নয়, প্রধান শিক্ষক মোঃ জহিরুদ্দিন গোপনে যে কমিটির তালিকা উপজেলায় জমা দিয়েছে তাতে যাদের নাম অন্তর্ভূক্ত করা হয়েছে তাদের বেশির ভাগই জানেন নি। এমনকি ১১সদস্য বিশিষ্ট তালিকার ৭জনের স্বাক্ষরই প্রধান শিক্ষক জাল করে জমা দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
উপজেলায় জমাকৃত কমিটির সদস্য শাহীনা বেগম (কাউন্সিলর), আলমগীর হোসেন, কবি সিরাজুল ইসলাম, মনির হোসেন, ফাতেমা বেগমের সাথে আলাপকালে জানা গেছে, তারা কেউ জানেন না কবে কমিটি হয়েছে। তারা স্বাক্ষরও করেনি। কমিটি গঠনের রেজুলেশনে যাকে সভাপতি দেখানো হয়েছে সেই সাহেব আলী প্রধান অভিযোগ করে বলেন, আমিও মিটিংয়ে উপস্থিত ছিলাম না। খাতায়ও স্বাক্ষর করিনি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জহিরুদ্দিন জানান, সরকারী বিধি মোতাবেক এসএমসি গঠন করেছে।
মতলব উত্তর উপজেলা সহকারী শিক্ষা অফিসার আবদুস সালাম বলেন, আদুরভিটি রেজি: প্রাথমিক বিদ্যালয় এসএমসি গঠনে অনিয়মের কোনো অভিযোগ পাইনি। পেলে তদন্ত করে দেখা হবে।
শিরোনাম:
বুধবার , ২৬ মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১২ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।