নির্যাতিত গৃহকর্মী শিশু আদুরি ও তার মায়ের হাতে নগদ ৭৬ হাজার টাকা তুলে দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার বেনজির আহমেদ। আজ সোমবার বেলা সাড়ে ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে তিনি এ টাকা তাদের হাতে তুলে দেন। এ সময় তিনি পটুয়াখালীতে আদুরির গ্রামের বাড়িতে পাঁচটি রিকশা পৌঁছে দেওয়া হবে বলেও সাংবাদিকদের জানান।
টাকা প্রদানের পরে বেনজির আহমেদ বলেন, সমাজে আদুরির মতো শত শত শিশু নির্যাতনের শিকার হচ্ছে। তাদের সবাইকে এক সঙ্গে সু্স্থ করা যাবে না। একজন একজন করে সুস্থ হলে এক সময় এমন নির্যাতিত কেউ সমাজে থাকবে না। এজন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। তিনি আরো বলেন, আদুরিকে দেওয়া পাঁচটি রিকশা গ্রামে ভাড়া দিয়ে প্রতিদিন অন্তত ৩০০ টাকা আয় সম্ভব। এ টাকা দিয়ে আদুরির পরিবারের খরচ ও তার পড়াশোনা চালানো যাবে।
উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর মিরপুর এলাকার পল্লবীতে ময়লার স্তূপ থেকে শিশু গৃহকর্মী ১১ বছর বয়সী আদুরিকে উদ্ধার করে পুলিশ। উদ্ধারের পর শিশুটিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসা দেওয়া হয়। সুস্থ হওয়ার পর গত শনিবার তাকে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়।
শিরোনাম:
মঙ্গলবার , ১০ ডিসেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৬ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।